
মধুরিমা সেনগুপ্ত: ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে যে কেন্দ্র থেকে বিনামূল্যে রেশন দেওয়া বন্ধ হয়ে যাবে। লকডাউনের সময় অর্থাৎ গত বছরের মার্চ থেকেই অৰ্থকষ্টে ভোগা জনগণের, যাদের রেশন কার্ড রয়েছে বা যাদের নাম ‘অন্ত্যোদয় অন্ন যোজনা’ প্রকল্পে নথিভুক্ত রয়েছে, তাদেরকে মাথা পিছু ৫ কেজি করে চাল বা গম এবং পরিবার পিছু ১ কেজি করে ডাল বিতরণ করা হয় একদম বিনামূল্যে। চলতি বছরের ৩০ নভেম্বর প্রধানমন্ত্রীর এই গরিব কল্যাণ যোজনার কর্মসূচির মেয়াদ শেষ হবে। কিন্তু সেই প্রকল্পের মেয়াদ আরো ৬ মাস বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীকে শনিবার চিঠি দেন তৃণমূলের লোকসভা সদস্য সৌগত রায়।
কি লেখা আছে সেই চিঠিতে? চিঠিতে তৃণমূল নেতা লিখেছেন, ”এই প্রকল্পের মেয়াদ ফুরনোর কথা আগামী ৩০ নভেম্বর। কিন্তু অতিমারির প্রভাব এখনও অনুভূত হচ্ছে দেশ জুড়ে। কোথাও কোথাও তা আরও প্রকট হয়েছে। এই পরিস্থিতিতে অর্থনৈতিক ভাবে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের জন্য এই কেন্দ্রীয় প্রকল্পের মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর অনুরোধ জানাচ্ছি।”