
তিয়াসা মিত্র : ওড়িশা উপকূলে এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের মাটিতে আছড়ে পড়তে চলেছে জাওয়াদ। যার ফলে এই সপ্তাহের শেষে কলকাতা এবং দুই ২৪ পরগনাতে হবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত। পশ্চিমবঙ্গ সহ ওড়িশার জেলা গুলিতে প্রশাসন থেকে সতর্কতা জারি করা হয়েছে এবং আদেশ দেওয়া হয়েছে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত প্রতি মৎস্যজীবীদের কেউ যেন সমুদ্রে না যায় এবং যারা গাছে তারা যেন ফিরে আসে।
কোলকাতাতে ভারী বৃষ্টির সম্ভনাতে প্রশাসন থেকে নেওয়া হয়েছে সব রকম সতর্কতা। জানা যাচ্ছে দক্ষিণ থাইল্যান্ডের ঘূর্ণবাত গভীর নিম্নচাপে পরিণত হবে এবং যার নাম দেওয়া হয়েছে সৌদি আরব। এই দুই নিম্নচাপের জেরে এই দুর্যোগের আশংকা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।
কলকাতার আবহাওয়া বদলে যাবে শুক্রবার থেকে জানালো মৌসুম ভবন।