Entertainment

করোনার ভ্যাকসিন কবে আসবে ,তার অপেক্ষায় দিন গুনছে ছোট্ট ইউভান

শীতের সকালে মিষ্টি একটি ছবি পোস্ট করলো রাজ্ সকলের নাম দাওয়া তৈমুরের,ঝড় উঠলো সোশ্যাল মিডিয়ায়

চৈতালি বর্মন : কিছুদিন আগেই শুভশ্রী গাঙ্গুলি(Subhashree Ganguly)র কোল আলো করে এসেছে রাজ ও তার ছোট্টো একটি পুত্র সন্তান ইউভান(Yuvaan)। করোনা কালেই তার জন্ম হইছে। ইউভান হওয়ার আগেই রাজ চক্রবর্তী করোনায় আক্রান্ত হয়েছিলেন। এবং তার বাবাও মারা যান করোনার কারণেই। রাজশ্রীর চোখের মনি হল তাদের ইউভান। অনেকে তো তাঁকে ‘টলিউডের তৈমুর’ নামও দিযে ফেলেছেন।

ইউভান পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে তাঁর নামে একাধিক পেজ খুলে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইউভান কী করছে, কী খাচ্ছে, কেমন ভাবে খেলছে, কেমন ভাবে হাসছে….সবটাই দেখতে হামলে পড়েন এই তারকা দম্পতির ভক্তরা। তবে এতকিছুর পরেও ইউভানের মনে একটাই দুঃখ এই প্যানডেমিকের জন্য সে ঘরবন্দি। কবে যে কোভিডের ভ্যাকসিন আসবে, সেই আশাতেই এখন দিন গুণছে খুদে। কারণ বাড়িতে বসে বসে সে বোর হয়ে যাচ্ছে। আর বাইরে বেরনোরও উপায় নেই, কারণ তার মাপের মাস্কও বাজারে কিনতে পাওয়া যায় না।

তবে এ সব কথা নিজের মুখে বলেনি ইউভান। সে তো এখনও কথা বলতেই শেখেনি। কিন্তু ছেলের মনের কথা বাবা বুঝতে পারবে না, তাও কি হয়? রাজ কিন্তু ঠিকই বুঝতে পেরেছেন সে কথা তাই শীতের সকালে ইউভানের মিষ্টি ছবিটি পোস্ট করে তিনি এমনই ক্যাপশন দিয়েছেন।রাজ এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেও তিনি খুবই সাবধানী। তাই ছেলে’কে সচরাচর বাইরে বের করেন না কেয়ারিং মম-ড্যাড।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: