মমতা বন্দ্যোপাধ্যায় : আমাকে ভয় দেখাবেন না , আমি হাতে চুড়ি পরে নেই , পাল্টা দিতে পারি !
(ভিডিও সৌজন্যে – মমতা বন্দ্যোপাধ্যায় )
আমি হাতে চুরি পরে আছি নেই , পাল্টা দিতে পারি
আমাকে দুর্বল ভাববেন না
দুস্থদের পাশে আছি
আঘাত আসলে পাল্টা হবে , প্রাণ শক্তি দিয়ে রুখতে হবে
জয় বাংলা , জয় হিন্দ , জয় হে
মমতা বন্দ্যোপাধ্যায় :
#আমাকে ভয় দেখাবেন না , আমি হাতে চুরি পরে নেই , পাল্টা দিতে পারি।
#পর পর মিটিং করবো।
#আগে এখানে গুন্ডা পাওয়া যেত এখন অনেক কিছু হয়েছে , হাসপাতাল থেকে কৃষি খামার সবই করেছি।
#বাংলাকে গুজরাট বানাতে দেবো না
#গান্ধীজি আর অমিত শাহ কি এক লোক ? কখনো এক নয়।
#তামিল ভাষা জানি না অন্য ভাষা জানি।
#বাংলায় থাকবো আর বাইকে করে এসে গুন্ডা গার্দি করে চলে যায়
#সমস্ত পতাকা ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে , আমি পুলিশ কে বলেছি তিন দিনের মধ্যে
#গ্রেফতার করুন, আমি অর্ডার দিলাম।
#EVM মেশিন-টা কি ঠিক ছিল?
#কাঁচরাপাড়ায় তো ছোট খাটো রেলে কন্ট্রাক্টারী করতেন ,মাঝে মাঝে যাচ্ছেন সিঙ্গাপুর ,দুবাই থাইল্যান্ড, ব্যাংককে কেন ?
#২৭ হাজার কোটি টাকা কথা থেকে এলো ভোটের সময়?
#সল্টলেকে ‘বল্লে বল্লে’ খোললে খোললে ধাবা তে করা যায় ?
#আবু এক নম্বর নেতা ছিল কাঁচরাপাড়ায়
#ওনার মেন্টর যার হাত ধরে আমার কাছে এসেছিলো তিনি গাড়ি দুর্ঘটনায় মারা গেছিলো না ঘটানো হয়ে ছিল ? আবু গুন্ আমাকে বলেছে , সিপিএমের তড়িৎ তোপদার-কে ম্যানেজ করে বেঁচে গেছে।
#সিপিএমের ভোট কি করে চলে যায় বিজেপিতে। এই সিপিএম যারা কংগ্রেস কে তুলে নিয়েছিল , তাই তো নতুন দল করেছিলাম। মনে রাখবেন আমরা বিক্রি হই নি।
#EVM মেশিন গরমিল করে ছিল , না হলে ওরা জিততে পারতো না।
#হাসপাতালে বহিরাগত ছিল NRS হাসপাতালে , যে মাথা ঘোরাচ্ছে ওই খানে তার নাম।
#কল্যাণী তে যত জমি কার হাতে ?