হুগলি এলাকাতে বিজেপি কমিটি গঠনে বিদ্রোহ দুয়ারে, সরব স্বয়ং সংসদ লকেট
পুরভোটে খারাপ ফলের পর থেকেই দলের ভিতরে ‘আত্মবিশ্লেষণ’ করান লকেট

তিয়াসা মিত্র : সাম্প্রতিক ঘোষিত হয়েছে হুগলি বিজেপি কমিটি এবং তারই সাথে বিদ্রোহের আঁচ। স্বয়ং সরব হলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। রাজ্য বিজেপি-র অন্যতম সাধারণ সম্পাদক লকেট। গত কিছুদিন ধরে বিভিন্ন প্রসঙ্গে দলবিরোধী সুর শোনা গিয়েছে তাঁর গলায়। এ বার অভিযোগ তুললেন, নিজেরই জেলার কমিটি গঠনে তাঁকে অন্ধকারে রাখা হয়েছে। কমিটিতে জায়গা পাওয়াদের নিয়ে তাঁর ব্যক্তিগত কোনও ক্ষোভ নেই জানালেও, প্রশ্ন তোলেন তাঁর সঙ্গে আলোচনা না করে তাঁরই লোকসভা এলাকায় কমিটি গঠন হয় কী করে।
লকেটের সরাসরি অভিযোগ, রাজ্য বিজেপি-র সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীর দিকে। তিনি এক পত্রিকাকে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেন , ” এই কমিটির সঙ্গে আমার কোনও যোগ নেই। আমার সঙ্গে কোনও আলোচনা না করেই নিজেদের ইচ্ছেমতো কমিটি তৈরি করেছেন সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী। আমি এই কমিটি নিয়ে কোনও দায় বা দায়িত্ব নেব না।’’ পুরভোটে খারাপ ফলের পর থেকেই দলের ভিতরে ‘আত্মবিশ্লেষণ’ করান লকেট। বিজেপি-র বিশেষ সাংগঠনিক বৈঠকে তিনি সরব হন বলে বিজেপি সূত্রে জানা যায়। এ নিয়ে রবিবার পাল্টা মন্তব্য করেন বিজেপি সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ। পুরভোটে লকেটের ভূমিকা নিয়েই তিনি প্রশ্ন তোলেন।
অন্য দিকে লকেটের ক্ষোভ প্রসঙ্গে রাজ্য বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘‘এটা সাংগঠনিক বিষয়। কার সঙ্গে আলোচনা হবে, কার সঙ্গে হবে না, সেটা সংগঠন দেখে। এর বেশি আমি কোনও মন্তব্য করব না।’’