Big Story
নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক বাইক এবং পথচারীকে ধাক্কা, মৃত ১
রাজস্থানের যোধপুরে মর্মান্তিক ঘটনা

সায়ন দেবসিংহ : রাজস্থানের যোধপুরে ঘটলো এক মর্মান্তিক ঘটনা। সবকিছু স্বাভাবিক ছিল রাস্তায়। হঠাৎই এলো একটি বিলাসবহুল গাড়ি। সেই গাড়ি এসে ধাক্কা মারলো একের পর এক পথচারী এবং বাইককে। শেষমেশ গাড়িটি গিয়ে থামলো এক অস্থায়ী দোকানে। এই ঘটনায় মৃত হয়েছে ১ জনের