Sports Opinion

কিংবদন্তিকে চিরস্মরণীয় করে রাখতে এবার পালা স্টেডিয়ামের নাম বদলের

নেপলস্-এর স্টেডিয়ামের নাম সান পাওলোর বদলে দিয়েগো মারাদোনার নামে নামাঙ্কিত করার প্রস্তাব মেয়রের

পল্লবী কুন্ডু : কিংবদন্তিকে কখনো ভোলার নয়, তাকে চিরস্মরণীয় করে রাখতে এবার নামবদল স্টেডিয়ামের।ফুটবলের রাজপুত্রের প্রয়াণের পর নেপলস্-এর মেয়র লুইজি দ্য ম্যাজিস্ট্রেট(Luigi the Magistrate) নাপোলি ফুটবল ক্লাবকে আর্জি জানিয়েছিলেন যে তাদের স্টেডিয়ামের নাম সান পাওলোর বদলে দিয়েগো মারাদোনার(Diego Armando Maradona) নামে নামাঙ্কিত করার জন্য।সেই প্রস্তাবে এইবার শিলমহর দিলো ইতালির ফুটবল জায়ান্ট নাপোলি।

তারা তাদের হোম গ্রাউন্ডের নামকরণ করতে চলেছে দিয়েগো আর্মান্দো মারাদোনা স্টেডিয়াম নামে। মারাদোনা তার ফুটবল কেরিয়ারে নাপোলিতে দীর্ঘ দিন কাটিয়েছেন। ১৯৮৭ এবং ১৯৯০ সালে সিরি-এ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন দিয়েগো মারাদোনা। নাপোলিকে উয়েফা কাপ জেতানোর পিছনে তার অবদান ছিলো অনন্য। সেই প্রস্তাবে এইবার শিলমহর দিলো ইতালির ফুটবল জায়ান্ট নাপোলি।

ক্লাবের কিংবদন্তি চিরতরে বিদায় নেওয়ায় কার্যত শোকের ছায়া গোটা নেপলস জুড়ে। ফুটবলের রাজপুত্রের প্রয়াণের পর ইউরোপা লিগের ম্যাচে রিজেকার বিরুদ্ধে প্রিয় তারকা মারাদোনার ১০ নম্বর জার্সি পরে মাঠে নামেন নাপোলির ফুটবলাররা। তবে তার অবর্তমানের সেই শূন্যতা পূরণের চেষ্টায় এবার নাম বদল স্টেডিয়ামের।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button

Discover more from Opinion Times - Bengali News

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading