Education Opinion
মাধ্যমিক ২০২২ এর সাফল্যের চাবিকাঠি : বিষয়ভিত্তিক কাউন্সেলিং :
পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির পরিচালনায় সরকারি বিদ্যালয় সমূহের মাধ্যমিক ২০২২ পরীক্ষার্থীদের জন্য বিশেষ উদ্যোগ

পরীক্ষার তিন ঘণ্টার প্রস্তুতি নেবে কিভাবে ?
- মাধ্যমিকের প্রতিটি বিষয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি কিভাবে নেওয়া হবে,
- পরীক্ষা হলে প্রশ্ন নির্বাচনের সময় পরীক্ষার্থীদের কি কি সর্তকতা গ্রহণ করতে হবে,
- কোন ধরণের প্রশ্নের উত্তর আগে লিখতে হবে,
- প্রশ্নের ধরণ অনুযায়ী কোন প্রশ্নের উত্তর লেখার জন্য কতটা সময় ব্যয় করা উচিত,
- পরীক্ষা হলের সামগ্রিক টাইম ম্যানেজমেন্ট কিভাবে করা হবে,
- প্রতিটি বিষয়ে বিভিন্ন ধরণের প্রশ্নের উত্তর কিভাবে লিখলে পরীক্ষার্থীরা সম্পূর্ণ নম্বর পাবে,
- পরীক্ষার খাতায় একই বিভাগের প্রশ্ন গুলি ঠিক কোন পদ্ধতি অনুসরণ করে লিখতে হবে,
- একটি প্রশ্নের উত্তর লেখা শেষ হলে এন্ড লাইন কেন টানতে হবে,
- ছবি আঁকার প্রশ্নে কি ধরনের সর্তকতা অবলম্বন করতে হবে,
- পরীক্ষার্থীর প্রতিটি বিষয়ের খাতার সামগ্রিক উপস্থাপনা কেমন হবে — ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
একজন পরীক্ষার্থী সারা বছর কি পড়েছে, কি শিখেছে তা মুল্যায়িত হবে মাত্র তিন ঘণ্টায়
প্রথমত এর জন্য প্রয়োজন ঘড়ি ধরে পরীক্ষা দেওয়া।
প্রতিটি বিভাগে যেমন নম্বর, শব্দসংখ্যার সীমা উল্লেখিত থাকে, তেমনি ভাবে পরীক্ষার্থীকেও মনে মনে বিভাগ প্রতি সময় সীমা ভেবে নিতে হবে।
কোনভাবেই সেই সময়সীমা অতিক্রম করা যাবে না। তাহলেই প্রতিটি বিভাগে ভালো ফলাফল করা সম্ভব হবে।
বাবা মায়েদের আরো গুরুত্ব দিয়ে ছেলে মেয়েদের প্রয়োজন গুলো দেখতে হবে।
পারিবারিক কলহ থেকে দূরে রাখতে হবে
মানসিকভাবে যাতে শান্তি থাকে পরিবারে সেটা দেখা দরকার
তিন ঘণ্টার কি ভাবে উত্তর লিখবে, কোন কোন দিকে খেয়াল রাখবে, এর একটি সাম্যক ধারণা
NOTE : আগামী কাল থেকে প্রতিদিন বিকেল ৪টের সময় সম্প্রচারিত করা হবে।