
পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির পরিচালনায় সরকারি বিদ্যালয় সমূহের মাধ্যমিক ২০২৩ পরীক্ষার্থীদের জন্য বিশেষ উদ্যোগ : আজকের আছেন অমিতাভ মুখোপাধ্যায় , শিক্ষক হাওড়া জিলা স্কুল ও পর্ণা চৌধুরি, শিক্ষিকা, গভঃ বেসিক কাম মাল্টিপারপাস স্কুল সঞ্চালনায় ডঃ সৌগত বসু সম্পাদক WBGSTA