Health

করোনার ঢেউয়ে কাঁপছে পৃথিবী, সংক্রমণ বেড়ে ভারতে ৯৫ লাখ

সমস্ত রকম নিয়ম মেনেও, কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না অতিমারীকে

চৈতালি বর্মন : জেলায় করোনা (Corona Vairus) আক্রান্তের সংখ্যা দশ হাজার ছাড়িয়ে গেল। তাদের মধ্যে ৯ হাজার ২৯৯ জন চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। মঙ্গলবার দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯৪ লাখ ৬২ হাজার ৮১০। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হলেন ৩১ হাজার ১১৮ জন। এই মুহূর্তে মোট অ্যাকটিভ কেস ৪ লাখ ৩৫ হাজার ৬০৩।

১ কোটি ৩৫ লাখ ৩৬ হাজার ২১৬ জন করোনা আক্রান্তকে নিয়ে বিশ্বের মহামারী বিধ্বস্ত দেশগুলির শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র (United States)। যেখানো করোনায় মৃত ২ লাখ ৬৭ হাজার ৯৮৭ জন। করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েচে ভারত (India) আর তৃতীয়তে ব্রাজিল। তবে মৃতের সংখ্যার নিরিখে দ্বিতীয় স্থান ব্রাজিলের (Brazil) দখলেই রয়েছে।

দেশে মহামারীর কবলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র (Maharastra)। সবমিলিয়ে মোট ১৮ লাখ ২৩ হাজার ৮৯৬ জন করোনা আক্রান্ত। মৃত্যু মিছিলে শামিল ৪৭ হাজার ১৫১ জন। বিশ্বের মোট করোনা আক্রান্ত ৬৩ মিলিয়ন ছাড়িয়েছে। মৃত্যু মিছিলে শামিল ১৪৬ মিলিয়নেরও বেশি মানুষ। বিশ্বের মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬ কোটি ৩১ লক্ষ ৮৯ হাজার ১০৩ জন। ১৪ লাখ ৬৬ হাজার ৭২২ জনের মৃত্যুও হয়েছে।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: