Uncategorized

মাঝেরহাট ব্রিজ : ‘নয়ারূপেণ সংস্থিতা’

নতুন রূপে, নতুন নানে আগামীকাল অর্থাত্‍ বৃহস্পতিবার থেকে চালু হতে চলেছে মাঝেরহাট ব্রিজ

পল্লবী কুন্ডু : নতুন রূপে, নতুন নামে ফিরছে দক্ষিণ শহরতলীর ‘প্রাণভোমরা’। আগামীকাল খুলতে চলেছে মাঝেরহাট ব্রিজ(Majerhat bridge)। গত সপ্তাহেই রেলের তরফে মাঝেরহাট সেতু বা মাঝেরহাট ব্রিজের প্রয়োজনীয় ফিট সার্টিফিকেট(Fit certificate) দেওয়া হয় রাজ্য পূর্ত দফতরকে। আর এরপরই আগামীকাল অর্থাত্‍ বৃহস্পতিবার থেকে চালু হতে চলেছে মাঝেরহাট ব্রিজ। জানা গিয়েছে, বৃহস্পতিবার এই নতুন ব্রিজের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

গতকাল অর্থাৎ মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান,’মাঝেরহাট ব্রিজের কাজ শেষ। উদ্বোধন করা হবে আগামী ৩ ডিসেম্বর।’ এদিন তিনি আরও জানান, ‘এ বছর নেতাজি সুভাষচন্দ্র বসুর (Subhas Chandra Bose) ১২৫তম জন্মদিন। সেই কারণেই সরকারের তরফে একাধিক পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি, প্রথম পদক্ষেপ হিসেবে, মাঝেরহাট ব্রিজের নাম পালটে করা হচ্ছে জয় হিন্দ। আমরা চাই ‘জয় হিন্দ’ শব্দটা সকলের মুখে মুখে ঘুরুক। সে কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার।’ বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে উদ্বোধনের ঠিক এক সপ্তাহ আগে অর্থাৎ গত বৃহস্পতিবারই মাঝেরহাট ব্রিজকে কেন্দ্র করে উত্তাল হয় তারাতলা মোড়। মাঝেরহাট ব্রিজ নিয়ে আন্দোলনে নামে বিজেপি। এই বিক্ষোভ বৃহৎ আকার ধারণ করার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জানান, রেলের জন্যেই সেতুর উদ্বোধনে বিলম্ব হচ্ছে। অন্যদিকে, রেল দাবি করে সেতু নিয়ে পূর্ত দফতর কাজ শেষের পরে ফিট সার্টিফিকেট জমা করেনি। যে কারণেই সেতু চালুর জন্যে প্রয়োজনীয় অনুমতি দিতে পারছে না রেল। এরপরই রেল সূত্রে খবর, গত শুক্রবারই নবান্ন থেকে ফিট সার্টিফিকেট পাঠানো হয়। তড়িঘড়ি সেই সার্টিফিকেট দেখে অনুমোদন দেয় রেল।

৬৩৬ মিটার লম্বা এই নতুন সেতুটি দাঁড়িয়ে রয়েছে পুরো কেবলের উপরে। এই কেবল স্টেইড সেতু তৈরি করেছে ব্রিজ নির্মাণকারী সংস্থা এস পি সিংলা কনস্ট্রাকশন। আর এবার আগামীকালই চালু হতে চলেছে নতুন ‘জয় হিন্দ’ ব্রিজ।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: