বার্মিংহামে বিয়ে করলেন মালালা ইউসুফজাই, টুইটের মাধ্যমে বার্তা ভক্তদের
মনের মানুষকে খুঁজে পেয়ে এদিন তিনি বলেন,"আজকের দিনটি আমার জীবনের একটি মহামূল্যবান দিন"

মধুরিমা সেনগুপ্ত : বাধা প্রদানের পরেও পাকিস্তানে নারী শিক্ষা বিস্তারে কাজ করে যাওয়ার জন্য মালালা ইউসুফজাই কে ২০১২ সালে গুলি করে তালিবানরা। কিন্তু ভাগ্যক্রমে তিনি বেঁচে যান এবং তার পরেও নারী শিক্ষা বিস্তার ও অগ্রগতির জন্য কাজ করে যান। এর জন্য তাকে ২০১৪ সালে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। সেই মালালা ইউসুফজাই লন্ডনের বার্মিংহামে পাকিস্তানি ক্রিকেট বোর্ডের কর্মকর্তা আসার মালিক-এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। মঙ্গলবার রাতে সেই বিবাহের বার্তা তিনি তার ভক্তদের সাথে একটি টুইটের মাধ্যমে শেয়ার করেন। টুইটারে জীবনসঙ্গীর সাথে বেশ কয়েকটি ছবি শেয়ার করে মালালা লিখেছেন, “আজকের দিনটি আমার জীবনের একটি মহামূল্যবান দিন। আসার এবং আমি সারা জীবনের জন্য গাঁটছড়া বেঁধেছি। পরিবারের সদস্যদের সঙ্গে স্বল্পপরিসরে বার্মিংহামের বাড়িতে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমাদের জন্য দোয়া করবেন। বাকি জীবন আমরা একসঙ্গে কাটাতে চাই।”
টুইটারের সাথে সাথে ইনস্টাগ্রামেও ছবি দিয়ে ভক্তদের সাথে নিজের আনন্দের মুহূর্ত ভাগ করে নেন মালালা। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিটিতে দেখা যাচ্ছে আসার মালিক আংটি পরিয়ে দিচ্ছেন মালালাকে। এই খবরে তার অনুরাগীরা অত্যন্ত খুশি এবং নবদম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন নেটিজেনরা।