অসুস্থ সন্ধ্যা মুখোপাধ্যায়, হাসপাতালে ভর্তি করানো হলো কালজয়ী গায়িকাকে
কালজয়ী নায়িকার অসুস্থতাতে পাশে দাঁড়ালেন মমতা বন্দোপাধ্যায়

তিয়াসা মিত্র : এ যেন ঘন কালিমা। সংগীত জগৎ থেকে শুরু করে নৃত্য জগৎ, কালজয়ী শিল্পীরা তাদের বার্ধককের সামনে মেনে নিচ্ছেন পরাজয়। সংগীত শিল্পী লতা মঙ্গেশকর এখন সন্ধ্যা মুখোপাধ্যায়। গুরুতর অসুস্থ সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়কে ভর্তি করানো হল এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে। বৃহস্পতিবার শিল্পীর স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাঁর কন্যার সঙ্গে কথা বলে ওই সিদ্ধান নেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে ভর্তি করানোর পর নবতিপর শিল্পীর শরীরের বিভিন্ন রকম প্রাথমিক পরীক্ষা করা হবে। হাসপাতালের তরফে চিকিৎসার সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রের খবর, অসুস্থ শিল্পীকে দেখতে হাসপাতালে দেখতে যেতে পারেন মমতা নিজে।
বৃহস্পতিবার সন্ধ্যা মুখোপাধ্যায়ের জামাতা জানান অসামান্নার ফুসফুসে সংক্রমণ রয়েছে যার ফলে তার শেষ নিয়ে অত্যাধিক কষ্ট না হলেও কোনো রকমে শেষ কার্য চলছিল তাই তাকে দেওয়া হয়েছে অক্সিজেন সাপোর্ট। বুধবার রাত থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন তাঁদের পারিবারিক চিকিৎসক হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। সেই মতোই রাজ্য সরকারের সঙ্গে আলোচনা সাপেক্ষে শিল্পীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শিল্পীর কোভিড হয়েছে কি না, তা দেখার জন্য তাঁর আরটিপিসিআর পরীক্ষাও করানো হয়েছে। তবে তার রিপোর্ট এখনও আসেনি। সন্ধ্যার চিকিৎসায় ইতিমধ্যেই দ্রুত মেডিক্যাল বোর্ড গঠন করেছে সরকার। বোর্ডের সদদস্যরা তাঁকে পরীক্ষা করতে শুরু করেছেন। তবে শিল্পীর জ্ঞান রয়েছে।
সূত্রে জানা যাচ্ছে, এসএসকেএম থেকে লেট গার্ডেন্স-এ তার বাড়িতে পাঠানো হয়ে ট্রমা কেয়ার অ্যাম্বুল্যান্স’। রাস্তায় ‘গ্রিন করিডর’ তৈরি করে সেই অ্যাম্বুল্যান্সে করেই স্টেচারবাহিত অবস্থায় তাঁকে নিয়ে আসা হয় এসএসকেএম। তাঁর সঙ্গেই আসেন সন্ধ্যার কন্যা-জামাতা। আপাতত তার চিকিৎসা পদ্ধতি চলছে বলে জানা গেছে হাসপাতাল সূত্রে।