প্রতিষ্ঠাতা দিবসে ট্যুইটারে দলের কর্মীদের শুভেচ্ছা জানালেন মমতা ব্যানার্জি
জনতার উদ্দেশ্যে বার্তা দিয়ে ট্যুইট মমতার

দেবশ্রী কয়াল : চারিদিকে যেন উৎসবের রব, নতুন বছরের আনন্দে মাতোয়ারা সবাই। তবে আজ শুধু নিউ ইয়ার না। আজ বর্তমান শাসক দল তৃণমূলের প্রতিষ্ঠাতা দিবস (Foundation Day)। আজ শুক্রবার ২৩ বছরে পা দিল তৃণমূল কংগ্রেস (TMC)দল। ১৯৯৮ সালের পয়লা জানুয়ারি কংগ্রেস ছেড়ে বেরিয়ে নতুন দল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা করেছিলেন মমতা ব্যানার্জি। আর সেকথা স্মরণ করিয়েই সকাল সকাল দলের সকল কর্মীকে শুভেচ্ছা জানিয়ে টুইট্যারে পোস্ট করলেন দলীয় সুপ্রিমো মমতা ব্যানার্জি (Mamata Banerjee) । তিনি টুইটে লেখেন, ‘আমাদের বছরগুলো সংগ্রামময় ছিল, কিন্তু এই পুরো সময়টা আমরা মানুষের স্বার্থে কাজ করতে দায়বদ্ধ থেকেছি।’ এরপর তিনি আরও বলেন, আরও আগামী বছর গুলি এইভাবে মানুষের স্বার্থে কাজ করে যাবে তৃণমূল। তার সাথেই রাজ্যবাসীর সুস্থতা কামনা করে পোস্ট করেছেন মমতা ব্যানার্জি।
দলের সকল কর্মীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি, তিনি বার্তা দেন লড়াই করার। আজ ১লা জানুয়ারি দলের প্রতিষ্ঠাদিবস পালিত হয় তৃণমূল ভবনে। সকালে দলীয় পতাকা উত্তোলন করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সি। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং শান্তনু সেন। দলের সকল কর্মীরা এদিন পতাকার নিচে করেন মাল্যদান।
এদিন পতাকা উত্তোলন করার পরে সুব্রত বক্সী বলেন, সামনেই বিধানসভা নির্বাচন। তবে এই নির্বাচনে জিতলেই যে দলের কাজ শেষ, এমনটা নয়। ২০২১ সালের নির্বাচন নিয়ে আমরা ভীত নই। কিন্তু এই নির্বাচন খুবই তাত্পর্যপূর্ণ। কারণ, বাংলার মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে বাংলার মানুষকে সংঘবদ্ধ করে সংবিধান বাঁচানো রক্ষার দায়িত্বে নেমেছি। ভারতবর্ষের সংবিধানকে ধ্বংসের যে প্ৰচেষ্টা চলছে, তার বিরুদ্ধেই লড়াই আমাদের।’