
বনিতা রায় : কয়েকদিনের তুলনায় দেশের করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বহুলাংশে কম যা কিছুটা স্বস্তি দিচ্ছে দেশবাসীকে। দৈনিক কোভিড সংক্রমণ গত ২৪ ঘন্টায় ৭০০ নিচে নামল রাজ্যে অন্যদিকে কলকাতাও সংক্রমণের পরিমাণ কিছুটা কমেছে কিন্তু বাড়ছে মৃতের সংখ্যা। কিছু বিশেষজ্ঞরা মনে করছেন শীত পড়ার সঙ্গে সঙ্গে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেতে পারে কিন্তু আপাতত তা না হওয়ায় তারাও কিছুতা স্বস্তিতে। শেষ তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৫৭৯ জন। মৃত্যু হয়েছে ২৩৬ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ২০২ জন যা দৈনিক আক্রান্তের তুলনায় আজ অনেক বেশি। অন্যদিকে আজ দেশের অ্যাক্টিভ সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ১৩ হাজার ৫৮৪ জনে যা গত ৫৩৬ দিনের তুলনায় কম। দেশের মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৪৫ লক্ষ ২৬ হাজার ৪৮০ জন।
সোমবারের স্বাস্থ্যভবনের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় কোভিড সংক্রমণ কমে ১৭৩ জন আক্রান্ত কলকাতায়। এখনো পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ৪,৬৬,১৪৭ জনের। দেশে করোনা মুক্ত হয়েছে ৯৯ শতাংশের বেশি মানুষ। ইতিমধ্যেই সারা দেশে চর্চা শুরু হয়েছে ভ্যাকসিনের বুস্টার ডোজ নিয়ে। আইসিএমআর বক্তব্য অনুযায়ী, ভ্যাকসিনের দুটি ডোজই আপাতত সংক্রমণ আটকাতে যথেষ্ট।