এক নজরে মাধ্যমিক পরীক্ষায় সেরাদের ফলাফল
অনেকেই হতে চাইছে ডাক্তার , উচ্চশিক্ষার ঝোক কম নয়। ইঞ্জিনিয়ার অনেক কম।

নিউজ ডেস্ক : এবার প্রথম পর্বের পরীক্ষা থেকে ৭৯ দিনের মাথায় ফল প্রকাশ হল। মোট পরীক্ষার্থী ১০,৯৮,৭৭৫ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। যা পর্ষদের ইতিহাসে সর্বোচ্চ। এর মধ্যে ৪,৮৮,৯০৭ ছাত্র পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। পাশাপাশি ৬,০৯,৮৬৮ জন ছাত্রী পরীক্ষার্থী ছিল। ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ছাত্রদের তুলনায় ১১ শতাংশ বেশি।
এবারের মাধ্যমিক পরীক্ষায় চতুর্থ হয়েছে চারজন। অভীক দাস আলিপুরদুয়ার ম্যাকুলিয়াম হাইস্কুলের ৬৯০ পেয়ে চতুর্থ হয়েছে।
২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার মেধাতালিকা বৃহস্পতিবার প্রকাশ করেছে মধ্য শিক্ষা পর্ষদ। প্রথম ১০টি স্থানে রয়েছেন ১১৪ জন পরীক্ষার্থী।
শুক্রবার সকালে সাংবাদিক বৈঠকে ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার মেধাতালিকা প্রকাশ করেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার মেধাতালিকার প্রথম ১০টি স্থানে রয়েছেন ১১৪ জন পরীক্ষার্থী। এক নজরে তাদের দেখে নিল আনন্দবাজার অনলাইন।
অন্যান্য বছরের মতো এবারও পূর্ব মেদিনীপুর জেলার সফাল্যের হার সর্বাধিক। পূর্ব মেদিনীপুর ৯৭.৬৩ শতাংশ, কালিম্পং ৯৪.৭১ শতাংশ পশ্চিম মেদিনীপুর ৯৪.৬২, কলকাতার মাধ্যমিকে সাফল্যের হার ৯৪.৩৬ শতাংশ। উত্তর ২৪ পরগণা পেয়েছে ৯১.৯৮ শতাংশ। এ বারের পরীক্ষায় পাশ করেছে ৯ লক্ষ ৪৯ হাজার ৯২৭ জন। এ বারের মাধ্যমিকে কোনও ফলাফল অসম্পূর্ণ নেই। এবছর পরীক্ষায় পাশের হার ৮৬.৬ শতাংশ। ছাত্রদের পাশের হার ৮৮.৫৯ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৮৫ শতাংশ। স্ক্রুটিনির জন্য সময় দেওয়া হচ্ছে ১৫ দিন।
১. অর্ণব ঘড়াই
রামহরিপুর রামকৃষ্ণ মিশন হাই স্কুল (বাঁকুড়া)
দ্বিতীয়(২ জন), প্রাপ্ত নম্বর: ৬৯২—
১. কৌশিকি সরকার
আদর্শবাণী অ্যাকাডেমি (মালদহ)
২. রৌনক মণ্ডল
ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুল
তৃতীয় (২ জন), প্রাপ্ত নম্বর: ৬৯১—
১. অনন্যা দাশগুপ্ত
আসানসোল উমারানি গড়াই মহিলা কল্যাণ গার্লস হাই স্কুল
২. দেবশিখা প্রধান
চোরপালিয়া শ্রী শ্রী বাসন্তী বিদ্যাপীঠ (পূর্ব মেদিনীপুর)
চতুর্থ (৪ জন), প্রাপ্ত নম্বর: ৬৯০ —
১. অভীক দাস
আলিপুরদুয়ার ম্যাক উইলিয়ম হাই স্কুল
২. অভিষেক গুপ্ত
রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির (মালদহ)
৩. সাগ্নিক কুমার দে
হুগলি কলেজিয়েট স্কুল
৪. শ্রুতর্ষি ত্রিপাঠী
পাঠভবন (কলকাতা)
পঞ্চম (১১ জন), প্রাপ্ত নম্বর: ৬৮৯ —
১.সৌহার্দ্য সিংহ
বৈরাতিগুড়ি হাই স্কুল (জলাপাইগুড়ি)
২. দেবদত্তা কুণ্ডু
গোপালনগর এমএসএস হাই স্কুল (কোচবিহার)
৩. ধ্রুবজিৎ সাহা
গোপালনগর এমএসএস হাই স্কুল (কোচবিহার)
৪. আরমান ইশতেয়াগ আলি
মাথাভাঙা হাই স্কুল (কোচবিহার)
৫. আর্জিনি সাহা
মাথাভাঙা হাই স্কুল (কোচবিহার)
৬. অনিন্দ্য সাহা
রায়গঞ্জ সারদা বিদ্যামন্দির (উত্তর দিনাজপুর)
৭. সামিয়া ইয়াসমিন
বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল (পূর্ব বর্ধমান)
৮. জেনিফার রানা
বড় লোহাপুর চারুবালা গার্লস হাই স্কুল (বীরভূম)
৯. পৌলমী বেরা
দক্ষিণচক হাই স্কুল (ঝাড়গ্রাম)
১০. শুভ্র দত্ত
গোরাবাজার ইশ্বরচন্দ্র ইনস্টিটিউশন (মুর্শিদাবাদ)
১১. সম্রাট মণ্ডল
টাকি রামকৃষ্ণ মিশন হাই স্কুল (উত্তর ২৪ পরগনা)
ষষ্ঠ (৬ জন), প্রাপ্ত নম্বর: ৬৮৮ —
১. নিরুপম দাস
মজেপুর ভারতী বিদ্যামন্দির (হুগলি)
২. সম্পূর্ণা নন্দী
আরামবাগ গার্লস হাই স্কুল (হুগলি)
৩. সৃজিতা গোস্বামী
বর্ধমান মিউনিসিপাল গার্লস হাই স্কুল (পূর্ব বর্ধমান)
৪. সৈকত গঙ্গোপাধ্যায়
আসানসোল রামকৃষ্ণ মিশন হাই স্কুল (পশ্চিম বর্ধমান)
৫. সমতা কুলিয়া
কাঁথি হিন্দু গার্লস হাই স্কুল (পূর্ব মেদিনীপুর)
৬. প্রতীক মাইতি
মানিকজোড় কামিনীকুমারী হাই স্কুল (পূর্ব মেদিনীপুর)
সপ্তম (১০ জন), প্রাপ্ত নম্বর: ৬৮৭ —
১. অনন্যা দেব
গোপালনগর এসএসএস হাই স্কুল (কোচবিহার)
২. সৃজিতা মজুমদার
গোপালনগর এসএসএস হাই স্কুল (কোচবিহার)
৩. সৌগত ঘোষ
বালুরঘাট হাই স্কুল (দক্ষিণ দিনাজপুর)
৪. জ্যোতির্ময় মণ্ডল
বিষ্ণুপুর হাই স্কুল (বাঁকুড়া)
৫. সোহম লায়েক
হরিগ্রাম গোয়েঙ্কা হাই স্কুল (বাঁকুড়া)
৬. রনিত শাহু
মেদিনীপুর শ্রী রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন (পশ্চিম মেদিনীপুর)
৭. শাশ্বত সিংহ
মালেশ্বরপুর সারদা বিদ্যাপীঠ (পশ্চিম মেদিনীপুর)
৮. সিঞ্চন দত্ত
বিবরদা শচীদানন্দ শিক্ষা সদন (বাঁকুড়া)
৯. সায়ন্তন মাইতি
কিশোরনগর শচীন্দ্র শিক্ষা সদন (পূর্ব মেদিনীপুর)
১০. অপূর্ব নস্কর
মজিলপুর জেএম ট্রেনিং স্কুল (দক্ষিণ ২৪ পরগনা)
অষ্টম (২২ জন), প্রাপ্ত নম্বর: ৬৮৬ —
১. জুনাইনা পরভিন
সারদা শিশুতীর্থ, সেবক রোড (দার্জিলিং)
২. রনি বর্মন
গোপালনগর এসএসএস হাই স্কুল (কোচবিহার)
৩. অরুণিমা শিকদার
ইসলামপুর গার্লস হাই স্কুল (উত্তর দিনাজপুর)
৪. ব্রাত্য বসু
বিষ্ণুপুর হাই স্কুল (বাঁকুড়া)
৫. বৃষ্টি পাল
চুঁচুড়া বালিকাবাণী মন্দির (হুগলি)
৬. সৌমাদীপ্ত কোনার
নারায়ণপুর আশুতোষ ভবনময়ী হাই স্কুল (হুগলি)
৭. মৃত্যুঞ্জয় মণ্ডল
সিউড়ি পাবলিক অ্যান্ড চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল হাই স্কুল (বীরভূম)
৮. মধুরিমা দে
নাকরাকোন্ডা হাই স্কুল (বীরভূম)
৯. সৌমাল্য নিয়োগী
বিকেটিপিপি প্রবীর সেনগুপ্ত বিদ্যালয় (বীরভূম)
১০. উর্মি মণ্ডল
বাউটিয়া রাধারমণ হাই স্কুল (বীরভূম)
১১. দেবমাল্য নিয়োগী
মেদিনীপুর শ্রী রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন (পশ্চিম মেদিনীপুর)
১২. শ্রেয়সী ভূঁইয়া
ধনেশ্বরপুর রাখালচন্দ্র বালিকা বিদ্যালয় (পশ্চিম মেদিনীপুর)
১৩. অনিমেষ লায়েক
ইঁদপুর গোয়েঙ্কা হাই স্কুল (বাঁকুড়া)
১৪. সৌরভী চট্টোপাধ্যায়
রঘুনাথপুর গার্লস হাই স্কুল (পুরুলিয়া)
১৫. অভ্র চট্টোপাধ্যায়
পুরুলিয়া রামকৃষ্ণ মিশন
১৬. ঈশিতা সামন্ত
কেটিপিপি হাই স্কুল (পূর্ব মেদিনীপুর)
১৭. সারস্বত গায়েন
হাঁসচড়া মৃত্যুঞ্জয় ধনঞ্জয় হাই স্কুল (পূর্ব মেদিনীপুর)
১৮. অনীশ ঘড়াই
বিবেকানন্দ মিশন আশ্রম (পূর্ব মেদিনীপুর)
১৯. ফারহান বিশ্বাস
গোরাবাজার ঈশ্বচচন্দ্র ইনস্টিটিউশন (মুর্শিদাবাদ)
২০.সায়ন দেবনাথ
প্রফুল্লনগর বিদ্যামন্দির (উত্তর ২৪ পরগনা)
২১. শাশ্বত নাইয়া
মাজিপুর জেএম ট্রেনিং স্কুল (দক্ষিণ ২৪ পরগনা)
২২. সোহম পাল
মাজিপুর জেএম ট্রেনিং স্কুল (দক্ষিণ ২৪ পরগনা)