ডেঙ্গু আক্রান্তে রেকর্ড নজির হাওড়া বাসীর
হাওড়ার এখনও অনেক জায়গায় জমা জল নামেনি- নিতাই মন্ডল বলেন

তিয়াসা মিত্র : শহর এবং শহরতলি কোরোনার হাত থেকে একটু স্বস্তি পেতে না পেতেই চিন্তামনির রূপে ফিরে এলো ডেঙ্গু আতঙ্ক। সব থেকে বেশি ডেঙ্গুর রোগীর সংখ্যা বেড়ে গিয়েছে হাওড়া অঞ্চলে। এক সপ্তাহে ডেঙ্গু রোগী বেড়ে গিয়েছে ৩ গুন্। হাওড়া পুরসভা এলাকা নিয়ে উদ্বেগ বেড়েছে প্রশাসনের। সেখানে প্রতিদিন গড়ে চার-পাঁচ জন রোগী হাওড়া জেলা হাসপাতালে ভর্তি হচ্ছেন।স্বাস্থ্য দপ্তরের আশঙ্কা, যদি নিয়ন্ত্রণ না করা যায়, তাহলে আক্রান্তের সংখ্যা কয়েক সপ্তাহের মধ্যেই হাজার ছাড়িয়ে যাবে। পরিস্থিতি দেখতে সোমবার কেন্দ্র সরকারের একটি দল হাওড়ায় আসছে বলে জানা গিয়েছে।
আক্রান্তদের মধ্যে ৪২৮ জন শুধু হাওড়া পুর এলাকার বাসিন্দা। যাঁদের মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৯৪ জন। বেসরকারি হাসপাতালে রয়েছেন ৩৩৪ জন। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাই মণ্ডল এ বিষয়ে বলেন, ‘এটা ঠিকই, ডেঙ্গি খুব বাড়ছে। আমার ধারণা, আরও দু’সপ্তাহ এটা চলবে। হাওড়ার এখনও অনেক জায়গায় জমা জল নামেনি। সেখানেই জন্মাচ্ছে ডেঙ্গির মশা। তাই সাফাই দপ্তরকে আরও সক্রিয় হতে হবে।’