ধর্মের কাছে হার মানছে বৈজ্ঞানিক যুক্তি, বালাই নেই করোনা প্রটোকলের
এরই মধ্যে গঙ্গাসাগর মেলাতে উপস্থিত হয়েছেন শুভেন্দু অধিকারী

তিয়াসা মিত্র : অন্ধবিশ্বাস এবং জং ধরা চিন্তা ভাবনার এক মেকি আবরণ গঙ্গাসাগর মেলার অন্দরে। খোদ কলকাতা বাবুঘাটে দেখা যাচ্ছে সেই দৃশ্য যেখানে পূর্ণার্থীরা মাস্কহীন ভাবে বিচরণ করছে, যাদের টেস্ট করানো হচ্ছে তাদের অনেকেই উঠে চলে যাচ্ছে অপেক্ষা করতে চাইছে না। এই দৃশ্য দেখেছে আমাদের কলকাতা। ভিড় বেড়ে চলেছে দিন দিন, তাই নিয়ে আজ শেষ হলো হাই কোর্টের শুনানি তবে রায় দেওয়া হলো স্থগিতাদেশ। এরই মধ্যে গঙ্গা সাগর মেলাতে উপস্থিত হয়েছেন শুভেন্দু অধিকারী। কি কারণে তার পদার্পন সাগর মেলাতে তাই নিয়ে আপত্তি জানিয়ে হাইকোর্টে রায় পুনর্বিবেচনার আবেদন রাজ্য সরকারের।
‘বিরোধী দলনেতাকে কমিটিতে রাখায় রাজনৈতিক রং যুক্ত হয়েছে। রাজ্য সরকার কোনও রাজনৈতিক বিতর্ক চায় না। কেউ রাজনৈতিক স্বার্থে গঙ্গাসাগর যাবেন, সেটাও ঠিক নয়’, কমিটিতে শুভেন্দুকে রাখার বিরুদ্ধে সওয়াল রাজ্য সরকারের। কমিটিতে রাখতে চিকিৎসকদের নামের প্রস্তাব একাধিক মামলাকারীর। ‘আদালত স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে মেলা বন্ধ করুক। এরই মধ্যে বিপদ আরো বড়ো হয়ে আসতে চলেছে বঙ্গ ভূমি তথা ভারতের ওপর তা বুঝতে অসুবিধা নেই কারোরই।