Nation

করোনা আবহে খুলল সংসদ,শুরু হল বাদল অধিবেশন

সংসদে প্রবেশ করতে গেলে মানতে হবে একাধিক নিয়ম, এছাড়া সাংসদদের দেওয়া হয়েছে কোভিড-১৯ কিট

দেবশ্রী কয়াল : করোনা সংক্রমণের জেরে দীর্ঘ ৬ মাসের অধিক বন্ধ ছিল সংসদ। তবে এবারে এই আনলক পর্যায়ে করোনা আবহে খুলছে সংসদ। শুরু হচ্ছে বাদল অধিবেশন। যেহেতু নিয়ম অনুযায়ী, ৬ মাসের বেশি সংসদ বন্ধ রাখা যায় না। তাই এই কঠিন পরিস্থিতিতেই আজ থেকে বসতে চলেছে বাদল অধিবেশন। আর এই অধিবেশন চলবে ১লা অক্টবর পর্যন্ত।

আজকে প্রথম দিন ১৪ই সেপ্টেম্বর সকাল ৯ টায় শুরু হয়ে যায় লোকসভার অধিবেশনে। এরপর শোকপ্রস্তাব পাঠের পর ১ ঘন্টার জন্য মুলতুবি হয়ে যায়। আবার বিকেল ৩ টে থেকে বসবে রাজ্যসভার অধিবেশন। এরপর আগামীকাল মঙ্গলবার থেকে বিকেল ৩ টে থেকে ৭টা পর্যন্ত চলবে লোকসভার অধিবেশন আর রাজ্যসভা চলবে সকাল ৯ টা থেকে ১ অবধি।

করোনা আবহের পরিস্থিতিতে সংক্রমণ মোকাবিলায় সমস্ত সাংসদদের দেওয়া হয়েছে মাল্টি-ইউটিলিটি কোভিড-১৯ কিট। এই কিটের মধ্যে রয়েছে ৪০টি ডিসপোজেবল মাস্ক, ৫টি এন-৯৫ মাস্ক, ২০ বোতল (৫০মিলিলিটার) স্যানিটাইজার। ফেস শিল্ডস, ৪০ জোড়া গ্লাভস, দরজা খোলা ও বন্ধের জন্য একটা টাচ-ফ্রি হুক। তবে হ্যাঁ সংসদে প্রবেশ করার আগেই সবাইকে দেখতে হবে তাদের করোনা নেগেটিভ রিপোর্ট।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button

Discover more from Opinion Times - Bengali News

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading