Weather

বৃষ্টির ভ্রুকুটি কাটিয়ে বাণী বন্দনায় কলকাতাবাসি

কোলকাতাতে পারদস্তম্ভ, প্রায় ৩ ডিগ্ৰী নেমেছে পারদ

তিয়াসা মিত্র : এ যেন সত্যি প্রকৃতির লীলা খেলা। আবহাওয়া দপ্তর সূত্রে যেমন খবর ছিল স্বরস্বতী পুজো পর্যন্ত চলবে বৃষ্টি গতকাল ছিল ঠিক সেই আবহাওয়া কিন্তু আজ সকাল থেকে শহরের আকাশে দেখা মিললো ঝকঝকে রোদের এবং সাথে শীতল হওয়া, একদমই অস্বীকার করার জায়গা নেই যেখানে আমরা বলতে পারি যে বসন্তের কোনো আভাস আমরা পাচ্ছি না। আজ সকাল থেকে বোঝাই যাচ্ছে বসন্ত কাল এসে গেছে। এবং তারই সাথে কোলকাতাতে পারদস্তম্ভ, প্রায় ৩ ডিগ্ৰী নেমেছে পারদ। স্বাভাবিকের থেকে কম। আংশিক পশ্চিমি ঝঞ্ঝা কেটেছে বলেই ধারণা আলিপুর আবহাওয়া দপ্তরের। আজকে শহরের সর্বোবচ্চ ত্বপমাত্রা থাকবে ২৩ ডিগ্রী এবং সর্বনিম্ন থাকবে ১৭ ডিগ্রী সেলসিয়াস এবং তারই স্তাহে বাতাসে আদ্রতা আছে ৫৩।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: