পড়ুয়াদের সুবিধার্থে মেট্রোর সময়সূচি বদল, দেখে নিন কবে থেকে হবে পরিবর্তন
আধ ঘন্টা এগিয়ে এলো মেট্রো পরিষেবা শুরুর সময়

মধুরিমা সেনগুপ্ত: আগামী ১৬ তারিখ থেকে খুলছে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি। তাই পড়ুয়াদের সুবিধার্থে বিশেষ পদক্ষেপ গ্রহণ করলো কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। ১৫ নভেম্বর থেকে মেট্রো পরিষেবা শুরুর সময় আধ ঘন্টা এগিয়ে আনা হয়েছে। ফলে সকাল সাড়ে ৭ টার বদলে ৭ টা থেকে চালু হবে মেট্রো পরিষেবা। ফলে দূর থেকে আসা পড়ুয়াদের রোজ যাতায়াতের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। তবে মেট্রো পরিষেবার এই সময় পরিবর্তন কেবল উত্তর-দক্ষিণ করিডরের জন্যই। ইস্ট-ওয়েস্ট মেট্রোর সময়সূচি আপাতত অপরিবর্তিত আছে।
কলকাতা মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, বর্তমানে ২৬৬ টি ট্রেন চললেও ১৫ নভেম্বর থেকে সোম থেকে শুক্রবার পর্যন্ত রোজ ২৭২টি ট্রেন চলবে। মেট্রো রেলের তরফে জানানো হয়েছে দক্ষিনেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশ্যে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ১৮ মিনিটে, দমদম থেকে শেষ ট্রেন ছাড়বে ৯টা ৩০ মিনিটে এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে শেষ ট্রেন ছাড়বে সাড়ে ৯টায়। অন্যদিকে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশ্যে প্রথম ট্রেন ওই একই সময় রওনা দেবে। ১৫ তারিখ থেকে এই পরিবর্তনটি হবে এবং সোম থেকে শনি পর্যন্ত এই সারণি মেনেই চলবে মেট্রো। আপাতত টোকেন সিস্টেমই চালু থাকবে মেট্রোর ক্ষেত্রে এবং সমস্ত কোভিড বিধি মেনেই চলবে মেট্রো।