
সায়ন দেবসিংহ : আফগানিস্তানের রাজধানীতে ফের জঙ্গি হামলা। রক্ত ঝরলো কাবুলের এক সেনা হাসপাতালে। এই হামলায় মৃত্যু ১৯ জনের। আহত কমপক্ষে ৫০। প্রথমে বিস্ফোরণ তারপর জঙ্গিদের এলোপাথাড়ি গুলিবর্ষণ।
তালিবান আফগান রাজধানী দখলের পর এমন হামলা হামেশাই দেখা গেছে। এমন হামলায় মারা গিয়েছেন বহু মানুষজন, অনেকে হারিয়েছেন তাদের প্রিয়জনকে। তালিবান সরকারের অভিযোগের আঙুল ফের আইএসের দিকেই।তালিবানের মুখপাত্র হামলার পরে জানান, হামলাকারীদের সকলকেই হত্যা করা হয়েছে। হাসপাতালের মূল প্রবেশ পথে প্রথম বিস্ফোরণের পর পরই তালিবান যোদ্ধারা ট্রাকে করে ঘটনাস্থলে ছুটে যান।