Uncategorized

‘মানুষ আমাদের সঙ্গেই আছে,ভয় পাওয়ার কারণ নেই’ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শনিবার টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,'‌দুয়ারে সরকার'‌ কর্মসূচিতে নাম লিখিয়েছেন ১ কোটিরও বেশি মানুষ

পল্লবী কুন্ডু : একদিকে তৃণমূল কংগ্রেসের গন্ডি থেকে বেরিয়ে বিজেপি যোগদান শুভেন্দু অধিকারী সহ একাধিক বিধায়কের। অন্যদিকে এখনো হার না মানার লড়াই-য়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একুশে নির্বাচনের আগে রাজ্যবাসীর জন্য এক গুচ্ছ কর্মসূচি এনেছে রাজ্য সরকার। আর এবার ‘‌দুয়ারে সরকার’‌ কর্মসূচিতে নাম লিখিয়েছেন ১ কোটিরও বেশি মানুষ। শনিবার তিনটি টুইট করে গোটা বিষয় নিয়ে মত প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

তার প্রথম টুইটে তিনি লিখেছিলেন,’আনন্দের সঙ্গে জানাচ্ছি, বিভিন্ন সরকারি পরিষেবা এবং সুবিধাগুলি পাওয়ার জন্য মাত্র দু’সপ্তাহে বাংলার ১ কোটির বেশি মানুষ ১০ হাজার সরকারি পরিষেবা শিবিরে গিয়েছেন।’‌ দ্বিতীয় টুইটে বলেছেন, ‘আমি পশ্চিমবঙ্গ সরকারের সব আধিকারিক, কর্মী এবং স্বেচ্ছাসেবকদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তাঁরা এই সময় ধরে প্রতিদিন ২৪ ঘণ্টা শিবিরগুলি পরিচালনায় সময় দিয়েছেন। শিবিরগুলির পরিদর্শক এবং সরকারি পরিষেবা গ্রহণকারীদেরও আমার অভিনন্দন।’‌

তারপর তৃতীয় ও শেষ টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আমি এটুকু আশ্বাস দিচ্ছি। বাংলার মানুষের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমরা কোনও গাফিলতি করব না।’‌ গত ১ ডিসেম্বর থেকে রাজ্যের সব জেলায় ‘দুয়ারে সরকার’ কর্মসূচি শুরু হয়েছে। শিবিরগুলিতে স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী প্রকল্পে নাম নথিভুক্তিকরণ-সহ নানা সরকারি পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। সংশ্লিষ্ট বিষয় নিয়েই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) কটাক্ষ, ওটা দুয়ারে সরকার নয়, যমের দুয়ারে তৃণমূল সরকার।

অন্যদিকে, সরকারের দাবি, এই প্রকল্পে সাধারণ মানুষ সাড়া দিয়েছেন। এ দিন কোর কমিটির বৈঠকে দুয়ারে সরকার কর্মসূচির কথা উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তিনি বলেন,’১০ বছরে পশ্চিমবঙ্গে যে উন্নয়ন হয়েছে, তা অন্য রাজ্যে হয়নি। দুয়ারে সরকার প্রকল্পে ব্যাপক সাড়া মিলেছে। মানুষ আমাদের সঙ্গেই আছে। ভয় পাওয়ার কারণ নেই।’

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: