দূষণ মুক্ত দিল্লি গড়তে অনির্দিষ্ট কালের জন্য স্কুল কলেজে লোকডাউন ঘোষণা
বায়ু পরিশোধিত করতে একাধিক নির্দেশিকা জারি করা হল

তিয়াসা মিত্র : দিওয়ালি উদযাপন শেষ হয়েছে আজ প্রায় ১০ দিন কেটে গাছে কিন্তু রাজধানীর বায়ু এখনো অপরিশোধিত হয়ে আছে। সেই কারণ বশত অনির্দিষ্ট কালের জন্য স্কুল কলেজ-এর লোকডাউন ঘোষণা করলো দিল্লি সরকার। আপাতত অনলাইন মাধ্যমেই ফের পড়াশোনা চালু করার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাতেই কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্টের তরফে বায়ুদূষণ নিয়ন্ত্রণে একাধিক নির্দেশিকা জারি করা হয়। দিল্লি ছাড়াও হরিয়ানা, রাজস্থান ও উত্তরপ্রদেশ সরকারকেও এই নির্দেশগুলি মানতে হবে বলে জানানো হয়েছে। গতকালই দিল্লি-এনসিআর অঞ্চলে দূষণ নিয়ন্ত্রণে জরুরি বৈঠক বসেছিল। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। দিল্লির সীমানার ৩০০ কিলোমিটারের মধ্যে যে ১১টি বিদ্যুত্ উত্পাদনকারী প্ল্যান্ট রয়েছে, তাদের মধ্যে ৬টি প্ল্যান্ট আপাতত দূষণ নিয়ন্ত্রণে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এগুলি আগামী ৩০ নভেম্বর অবধি বন্ধ থাকবে বলে জানা গিয়েছে।
২১ নভেম্বর ফের পরিস্থিতি পর্যালোচনায় বসবে সিএকিউএম। পরিস্থিতির উন্নতি হলে বিধিনিষেধ আলগা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামী তিনদিনও দূষিত বাতাসে কোনওপ্রকার উন্নতির সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে।