নাজেহাল অবস্থায় বাণিজ্যনগরী : একেই করোনা তারপর রাত-দিন বৃষ্টিতে বানভাসি মুম্বাই
তুমুল বৃষ্টিতে ভাসছে বাণিজ্যনগরী। অতি ভারী বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে বাণিজ্যনগরীর বিস্তীর্ণ প্রান্ত।

পল্লবী কুন্ডু : মারাঠা মুলুকের ইতিমধ্যেই শ্বাসরোধ করেছে অতিমারী করোনা। মুম্বইয়ে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লক্ষ ৯ হাজার ৯৬।সেখানে মৃতের সংখ্যা বেড়ে ৬০৯০। সবেমিলিয়ে জীবন কাটানো দায় হয়ে দাঁড়িয়েছে। আর এসবের মধ্যেই তুমুল বৃষ্টিতে ভাসছে বাণিজ্যনগরী। অতি ভারী বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে বাণিজ্যনগরীর বিস্তীর্ণ প্রান্ত। পাশাপাশি বন্ধ হয়েছে যান ব্যাবস্থাও। আজ সকাল থেকেই পরিস্থিতির সামাল দিতে রীতিমত ঝক্কি পোয়াতে হচ্ছে প্রশাসনকে।
রবিবারের একটানা কয়েকঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে মুম্বইয়ের বিস্তীর্ণ প্রান্ত। জলমগ্ন একাধিক রাস্তা। বিভিন্ন এলাকা থেকে পাম্প বসিয়ে জমা জল সরানোর কাজ শুরু হয়। আগামী ২৪ ঘণ্টাতেও মুম্বই এবং তাঁর পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। রবিবার রাত থেকেই মুম্বইয়ের একাধিক রাস্তায় জল জমে যায়। শহরের মূল রাস্তাতো বটেই অলি-গলির মধ্যেও জল জমে যায়। পুরসভার তরফে জলমগ্ন রাস্তাগুলি থেকে জল সরানোর ব্যবস্থা হয়। কোথাও কোথাও পাম্প বসিয়ে চলে জল সরানোর কাজ।
মুম্বাইয়ের করোনা পরিস্থিতিও ইতিমধ্যেই যথেষ্ট ভয়াবহ আকার নিয়েছে। পাশাপাশি দোসরটিও বের জোরালো।