NCB র কবলে এইবার অর্জুন রামপাল, তল্লাশি তার মুম্বাইয়ের বাড়িতে
আজ সকালে হানাতল্লাশি শুরু করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো, যদিও আপত্তিকর কিছু পাওয়া যায়নি এখনও

পৃথা কাঞ্জিলাল : দীপিকা, শ্রদ্ধা, সারা আলি খানের মতন বলিউডের তিন জনপ্রিয় অভিনেত্রীকে ইতিমধ্যে ড্রাগ তদন্তে জিজ্ঞাসাবাদ করেছে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। আশঙ্কা ছিল এইবার তবে সামনে আসবে আর কোন সুপারস্টার র নাম? আর এবারে যোগ হলো অভিনেতা অর্জুন রামপালের (Arjun Rampal) নাম৷ অভিনেতার বাড়িতে এ দিন সকালে হানা দিয়েছে এবং তল্লাশি ও শুরু করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (Narcotics Control Bureau)৷ মুম্বই সহ অভিনেতার একাধিক বাড়িতে একযোগে তল্লাশি চলছে বলে জানা গেছে৷ তবে এখনও পর্যন্ত আপত্তিকর বা সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি তার বাড়ি থেকে৷
এর কিছু দিন আগেই গত ২০শে অক্টোবর অর্জুন রামপালের বান্ধবী গ্যাব্রিয়েলার ভাইকে মাদক রাখার অভিযোগে গ্রেফতার করেছে এনসিবি৷ তাঁর কাছ থেকে এনসিবি হাসিস এবং অ্যালপ্রাজোলাম ট্যাবলেট পাওয়া গিয়েছিলো। তাদের অভিযোগ, অ্যাজিসিয়ালোস বেশ কয়েকজন ড্রাগ পাচারকারীর সঙ্গে যোগাযোগ রাখতেন। তখন ই অর্জুন রামপালের নাম উঠে আসে বলে সূত্রের খবর। তার পর থেকেই অর্জুন রামপালের উপরে এনসিবি কর্তারা নজর রাখেন। বেশ কয়েক ঘণ্টা ধরে অভিনেতার একাধিক বাড়িতে তল্লাশি চলছে বলে খবর৷
রবিবারই বলিউড প্রোডিউসার ফিরোজ নাদিওয়ালার স্ত্রীকে মাদক রাখার অভিযোগে গ্রেফতার করেছিল এনসিবি৷ তল্লাশির সময় তাঁর বাড়ি থেকে ১০ গ্রাম মারিজুয়ানা উদ্ধার হয় বলে অভিযোগ৷ তার পরই এ দিন অর্জুনের বাড়িতে হানা দিল কেন্দ্রীয় সংস্থা৷ এনসিবি-র অভিযোগ, ফিরোজ নাদিওয়ালাকে জেরার জন্য ডেকে পাঠানো হলেও তিনি হাজিরা দেননি৷