Big Story

NCC এর ৬০ নৌ ক্যাডেট ফরাক্কা থেকে কলকাতা অভিযান : ৪১০ কিলোমিটার পথ নতুন অভিজ্ঞতার মুখোমুখি

ওরাই আগামীর ভবিষ্যৎ , ওদের সফল ভাবে এগিয়ে যাওয়াতেই আমাদের সাফল্য : কমান্ডার মৃন্ময় নন্দী

নিউজ ডেস্ক : পশ্চিমবঙ্গ এবং সিকিম NCC কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ১ এবং ২ বেঙ্গল নেভাল ইউনিটের ৩৫ জন ছেলে এবং ২৫ জন মেয়ে ক্যাডেট কে নিয়ে ৬০ নৌ ক্যাডেট ফরাক্কা থেকে কলকাতা পর্যন্ত ৪১০ কিলোমিটার দূরত্ব জুড়ে হুগলি নদীতে শিক্ষামূলক অভিযান করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন NTPC-এর GGM শ্রী সঞ্জীব কুমার, এই অভিযানটি ফারাক্কা থেকে শুভ সূচনা হল । শ্রী সঞ্জীব কুমার উৎসাহিত করেন ৬০ জন অভিযাত্রিকে , বলেন জীবনে সত্যিকারের অ্যাডভেঞ্চারের মাধ্যমে নতুন অভিজ্ঞতার সম্মুখীন হবে এই NCC ক্যাডেটরা।

৬০ জন যথাক্রমে ক্যাডেটরা তিনটি ২৭ ফুটের তিমি নৌকায় যাত্রা করবে ফারাক্কা থেকে কলকাতা পর্যন্ত তিনটি নিরাপত্তা নৌকা সহ জঙ্গিপুর, বহরমপুর , কাটোয়া, নবদ্বীপ, কালনা, চিনসুরা, দক্ষিণেশ্বরে থামবে ,এর পর ম্যান অফ ওয়ার জেটিতে কলকাতায় পৌঁছানোর আগের অনুষ্ঠান । ৯ই জুন ২০২২ তারিখে অনুষ্ঠান সমাপ্তি হবে ।

দলটি পুনীত সাগর অভিযান, নমামি গঙ্গে, স্বচ্ছ ভারত অভিযান, বৃক্ষরোপণ অভিযান, পরিবেশ সুরক্ষা, বেটি বাঁচাও বেটি পড়াও, ডিজিটাল সচেতনতা ইত্যাদির মতো বিভিন্ন সামাজিক সচেতনতামূলক প্রচার চালাবে বলে জানান কমান্ডার মৃন্ময় নন্দী।

জেনে রাখা ভালো :

ভারতে এনসিসির প্রথম সূচনা হয় ভারতীয় সামরিক আইন ১৯১৭ এর মাধ্যমে ‘ইউনিভার্সিটি কর্পস (University Corps)’ প্রতিষ্ঠার মধ্য দিয়ে। ভারতীয় সেনাবাহিনীর অপর্যাপ্ত সৈন‍্যসংখ‍্যা মেটানোই ছিল এর মূল উদ্দেশ্য। এরপর ১৯২০ সালে ভারতীয় স্থানীয় আইন (Indian Territorial Act) পাস হলে ইউনিভার্সিটি কর্পসের নাম পরিবর্তন করে ‘ইউনিভার্সিটি ট্রেইনিং কর্পস (University T raining C orps)’ রাখা হয়। তখন এর মূল উদ্দেশ্য ছিল এর মর্যাদা আরও বাড়ানো এবং একে যুবসমাজের কাছে আরও আকর্ষণীয় করে তোলা।

ভারতের এনসিসির মূলমন্ত্র (Motto) হল ‘একতা এবং অনুশাসন (Unity And Discipline)’। বিভিন্ন প্রশিক্ষণের মধ্য দিয়ে ক‍্যাডেট অর্থাৎ শিক্ষার্থীদের নিয়মানুবর্তিতা, দক্ষতা, ইচ্ছাশক্তি, সাহস ও ধৈর্য্য বাড়ানোর সঙ্গে সঙ্গে তাদের কঠোর পরিশ্রমী করে তোলা হয়।

জুনিয়র ডিভিশনে মূলত সপ্তম থেকে নবম শ্রেণীতে পাঠ‍রত এবং ১৩ বছর ৬ মাস থেকে ১৫ বছরের মধ‍্যবর্তী ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারে। দুই বছরের প্রশিক্ষণের শেষে পরীক্ষায় উত্তীর্ণ হলে ‘A’ সার্টিফিকেট পাওয়া যায়।

এক‌ইভাবে বিশ্ববিদ্যালয় স্তরের ছাত্রছাত্রীরা সিনিয়র ডিভিশনে ভর্তি হতে পারে। এখানে দুই বছরের প্রশিক্ষণ নেওয়ার পর পরীক্ষায় উত্তীর্ণ হলে ‘B’ সার্টিফিকেট পাওয়া যায়। যেইসব ছাত্রছাত্রী ‘বি’ সার্টিফিকেট পেয়ে যায় তারা পরের বছর ‘C’ সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। দেশের বিভিন্ন সরকারি বিভাগ ও সামরিক বাহিনীতে যোগদানের পরীক্ষার ক্ষেত্রে এই সার্টিফিকেটগুলি থাকলে বিশেষ সুবিধা পাওয়া যায়, তবে এর মধ্যে ‘C’ সার্টিফিকেটের গুরুত্ব সবচেয়ে বেশি।

তরুণ প্রজন্মকে ছাত্র বয়স থেকেই নেতৃত্ব প্রদান এবং দলবদ্ধভাবে কাজ করতে শেখানোর জন্য এনসিসিতে পদমর্যাদা বা Rank দেওয়ার নিয়ম আছে। Army Wings এর ক্ষেত্রে এই Rank গুলি হল: CDT (Cadet), L/CPL (Lance Corporal), CPL (Corporal), SGT (Sergeant), CQMS (Company Quartermaster Sergeant), CSM (Company Sergeant Major), J.U.O (Junior Under Officer) এবং S.U.O (Senior Under Officer)। এই এক‌ই পদ্ধতিতে Navy Wings এর Rank গুলি হল: NC II (Naval Cadet Class II), NC I (Naval Cadet Class I), LC (Leading Cadet), PO CDT (Petty Officer Cadet), CC (Cadet Captain) এবং SCC (Senior Cadet Captain)। অবশেষে Air Force Wings এর ক্ষেত্রে এগুলি হল FC (Flight Cadet), LFC (Leading Flight Cadet), CPL (Corporal), SGT (Sergeant), CWO (Cadet Warrant Officer), C.U/O (Cadet Under Officer) এবং C.S.U/O (Cadet Senior Under Officer)।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button

Discover more from Opinion Times - Bengali News

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading