Entertainment

৩৫-এ পা বং ক্রাশ অনির্বাণের ! অভিনেতার শুভকামনায় টাইমলাইন ভরালো নেটিজেনরা

'বটতলার গোয়েন্দা' নিয়ে অধীর আগ্রহে অনুগামীরা

সায়ন দেবসিংহ : যার কণ্ঠস্বর এবং অভিনয় বাঙালির মনে দাগ কেটেছে , যার গান শুনলে হাজারো নারীর হৃদস্পন্দন বেড়ে যায় তার নাম অনির্বাণ ভট্টাচার্য। আজ তার জন্মদিন। সকাল থেকেই অনুরাগীদের শুভেচ্ছা এবং ভালোবাসায় টাইমলাইন ভরেছে অভিনেতার। টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জিও তাকে শুভেচ্ছা জানিয়েছেন ফেইসবুক পোস্টের মাধ্যমে । এছাড়াও অন্যান্য অভিনেতা – অভিনেত্রীরাও তাঁর জন্মদিন উপলক্ষে তাকে বার্তা দিয়েছেন।

তাছাড়া খুব শীগ্রই অনির্বান তাঁর অনুরাগীদের জন্য নিয়ে আসছেন নানা চমক। ‘চোরাবালি’ অবলম্বনে ব্যোমকেশের নতুন সিজন আসতে চলেছে খুব তাড়াতাড়ি। এটি ব্যোমকেশের সাত নম্বর সিজন। ‘চোরাবালি’-তে দেখা যাবে অর্জুন চক্রবর্তী, ঊষসী রায়, চন্দন সেন এবং আরও নক্ষত্রদের। এছাড়াও পুজোতে আসছে ধ্রুব ব্যানার্জীর ‘গোলন্দাজ ‘এবং ‘টিকটিকি’। ‘টিকটিকি’-র মুখ্য চরিত্রে থাকবেন কৌশিক গঙ্গোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্য। এছাড়াও আরও একটি ডিটেক্টিভ গল্পের পরিচালনা নিয়ে আসছেন অনির্বাণ। স্বপন কুমারের ট্রেন্ড সেটিং ক্রাইম ফিকশনের ওপর তৈরি হবে ‘বটতলার গোয়েন্দা’। খুব শিগ্রই তাঁর পরিচালনায় আসতে চলেছে ‘মন্দার’। এই ছবির মুখ্য চরিত্রে আছেন সোহিনী সরকার। এত কিছুর জন্য অধীর অপেক্ষায় আছে অভিনেতার অনুগামীরা।

Show More

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: