
বনিতা রায় : করোনার থাবা কিছুটা কমতে না কমতেই নতুন ভাইরাসের হানা রাজ্যে। ভাইরাস জীবাণুর নাম জানা গেছে জিকা। প্রধানত গর্ভবতী মহিলা বা গর্ভস্থ শিশুদের মধ্যে ভাইরাসটি সংক্রমণ হচ্ছে। এছাড়াও প্রাপ্ত বয়স্কদের মধ্যে সংক্রমণ হচ্ছে কিন্তু খুব একটা বেশি নয়। জিকা ভাইরাস মূলত আবরণযুক্ত ও আইকসাহেড্রাল আকৃতির একসূত্রক RNA ভাইরাস। এই ভাইরাসে বেশি আক্রান্ত হয়েছে কানপুরের গোটা শহরে মোট ৩৬ জন। তাদের সকলের শরীরে এই ভাইরাস পাওয়া গেছে। কিন্তু এখনো পর্যন্ত কলকাতায় সংক্রামনের কোনো খবর পাওয়া যায়নি।
জিকা ভাইরাস যে রোগ সৃষ্টি করে তার সাথে ডেঙ্গু জ্বর এর কিছুটা মিল রয়েছে। স্ত্রী এডিস মশার মাধ্যমে ছড়ায়। জিকা ভাইরাস যে রোগ সৃষ্টি করে তার নাম জিকা জ্বর।এর উপসর্গগুলো হল জ্বর, হাল্কা মাথা ব্যথা, চোখে ফোলাভাব, চোখে জলকাটা, শরীরে লালচে দাগ বা ফুস্কুরি ইত্যাদি। রোগাক্রান্ত ব্যক্তির রক্তে এই ভাইরাস কয়েকদিন থাকে তবে কোন কোন ব্যক্তির ক্ষেত্রে দীর্ঘদিন পর্যন্ত থাকতে পারে। অধিকাংশ ক্ষেত্রে ২-৭ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে কিন্তু এর ফলে হাসপাতালে ভর্তির প্রয়োজন হয় না। এই রোগে মৃত্যুর ঘটনা খুব একটা সোনা যায় না। মূলত ভাইরাসের কোনো ঔষুধ হয় না। সাধারণত এই ভাইরাসের চিকিৎসা শুধুমাত্র “Symptomatic” -এর মাধ্যমে করা সম্ভব।