দুঘন্টার জন্য শিথিল নাইট কারফিউ, ইডেনে শুরু ম্যাচ
বিশেষ কোনও অনুষ্ঠান আয়োজনের অনুমতি নেই

বনিতা রায় : করোনা পরিস্থিতির জন্য দু’বছর বন্ধ ছিল আবার আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে ইডেন। এবার ইডেনে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ শুরু হয়েছে। ম্যাচ উপলক্ষ্যে রবিবার রাতে দু’ঘণ্টার জন্য শিথিল করা হয়েছে নাইট কারফিউ। রাত এগারোটার পরিবর্তে একটা থেকে জারি করা হবে নাইট কারফিউ। ম্যাচ শেষ রাত এগারোটা বেজে যাবে যার জন্য সিএবি কর্তারা অনুরোধ জানিয়েছিলেন, নাইট কারফিউতে একঘণ্টার ছাড় দেওয়ার। পরে নবান্ন থেকে জারি হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গেছে, দু’ঘণ্টা শিথিল করা হয়েছে কারফিউ।শনিবার সন্ধ্যায় অভিষেক বলেন, ‘আমরা রাতের কারফিউ একঘন্টা পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছিলাম। সেটা মঞ্জুর হয়েছে। চিফ সেক্রেটারি আমাকে ফোন করে জানিয়ে দিয়েছেন। বিজ্ঞপ্তিও এসে যাবে।’
শনিবার গোটা ইডেনকে স্যানিটাইজ করা হয়েছে এবং রবিবার মাস্ক ছাড়া কাউকে স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হবে না এছাড়াও দর্শকদের জন্য মাস্ক এবং স্যানিটাইজার রাখা থাকবে। মূল প্রবেশদ্বার দিয়ে মাঠে আসবে না দুই দল মোহনবাগান ক্লাবের বিপরীতে ১৭ নম্বর গেট দিয়ে মাঠে ঢুকবে ভারত এবং নিউজিল্যান্ড দল। ৭০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে সুতরাং ৪৭,০০০ দর্শক থাকবে। আন্তর্জাতিক ক্রিকেট আবার ইডেনে ফিরলেও বিশেষ অনুষ্ঠান আয়োজনের অনুমতি নেই কিন্তু ইতিমধ্যেই সেজে উঠেছে ইডেন।