Culture

Shalimar Yuba Kalyan Sharad Samman 2023 এর বিচারে ‘সেরা সমাজবন্ধু সন্তোষপুর লেপ পল্লী’

"সমাজ বন্ধু সন্তোষপুর লেপ পল্লী: পুজো সম্মান 2023-এ"

নিজস্ব সংবাদদাতা : “শুধুই পুজো নয়, সারা বছর মানুষের পাশে থাকার অদ্ম্য উৎসাহের স্বীকৃতি: সেরা সমাজ বন্ধু”

সন্তোষপুর লেপ পল্লী এ বছরের ভাবনা স্বতন্ত্র। যা দেহের এক নিজস্ব প্রযুক্তি। আমাদের ব্যক্তিত্ব, আবেগ, সৃষ্টি, এবং সম্পর্ক যে চক্রের দ্বারা নিয়ন্ত্রণ, তা সর্বোচ্চ স্তরে জন্মের বন্ধন দেহ, মন, আবেগ, কামনা, বাসনা, ত্যাগ করে নিজের সত্তাকে মুক্ত করে এক ঐশ্বরিক ক্ষমতাকে সৃষ্টি করে তাকে অনুভব ও ছোয়া সম্ভব এই ভাবনাই এই মন্ডপে ফুটে উঠেছে।

Shalimar Yuva Kalyan Sharad Samman 2023 এর নির্বাচনে সেরা সমাজ বন্ধুর পুরস্কার পেয়েছে সন্তোষপুর লেপ পল্লী। বিচারকদের প্রশ্নের উত্তরে প্রমান হাজির করেন পুজো উদ্যোক্তারা, বলেন, “আগে মানুষ পরে উৎসব। আমরা প্রচারে বিশ্বাসী নই, নীরবে কাজ করি। যে ভাবেই হউক, পরীক্ষা করে দেখতে পারেন।” বিচারকরা আর দ্বিধা করেন না, তবে বলা যেতে পারে লড়াই ছিল এই বিভাগে চোখে পরার মত , কলকাতার তিন তিনটে বড় পুজোর মধ্যে ।

প্রতিমা শিল্পী – অধীর পাল ও রাজকুমার প্রামানিক
সমগ্র পরিকল্পনা ও রূপায়নে – রাজকুমার প্রামানিক
আলোক নির্দেশনায় – দীপঙ্কর দে

The theme for Santoshpur Lep Palli this year is truly unique. It revolves around the concept of harnessing the power of the body as a technology to connect with the divine. The idea is to transcend the physical, mental, and emotional constraints, desires, and attachments that bind us to the cycle of birth and rebirth. This is achieved by focusing on the chakra that governs our personality, emotions, creative abilities, and relationships. The mandap serves as a space where this transformative experience of connecting with the divine through the liberation of the body is brought to life.

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d