Nation

বিক্ষোভের জেরে শান্তিভঙ্গ, এই অভিযোগের জেরে ছয় কৃষক নেতাকে ৫০ লক্ষ টাকার নোটিস

উত্তরপ্রদেশে ছয় কৃষক নেতার প্রত্যেককে ৫০ লক্ষ টাকার নোটিস ধরাল সম্ভল জেলাপ্রশাসন

পল্লবী কুন্ডু : একের পর এক। কৃষি আইন নিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন, ফলস্বরূপ এবার ৫০ লক্ষ টাকার নোটিশ। উত্তরপ্রদেশে ছয় কৃষক নেতার প্রত্যেককে ৫০ লক্ষ টাকার নোটিস ধরাল সম্ভল জেলাপ্রশাসন। কৃষকদের বিক্ষোভের জেরে শান্তিভঙ্গ, এমনটাই অভিযোগ করেছেন তাঁরা। কৃষকরা জানান, টাকার পরিমাণ যথেষ্ট বেশি। তখন ফের ৫০ হাজার টাকার নোটিস ধরাল প্রশাসন।

সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেট দীপেন্দ্র যাদব(Dipendra Yadav) জানালেন, হায়াতনগর থানা(Hayathnagar Police Station) থেকে রিপোর্ট এসেছে। এই নেতারা কৃষকদের প্ররোচনা দিয়েছেন। শান্তিভঙ্গ হয়েছে প্রতিবাদ মিছিলে। তাই ৫০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড দিতে হবে প্রত্যেককে। পরে যদিও সেই অঙ্ক কমিয়ে ৫০ হাজার টাকা করা হয়। অপরাধ বিধির ১১১ ধারায় নোটিস পাঠানো হয়েছে। তবে কৃষক নেতারা স্পষ্ট জানিয়েছেন, তাঁরা টাকা দেবেন না। রাজপাল সিং যাদব জানালেন, ‘‌যাই হয়ে যাক, বন্ডের টাকা দেব না। ফাঁসি দিক বা জেলে পাঠাক। আমরা কৃষকদের অধিকারের হয়ে লড়ছিলাম।’

চলতি সময়ে নতুন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে উত্তপ্ত রাজপথ। দিল্লি সীমান্তে চলছে বিক্ষোভ। উত্তরপ্রদেশেও প্রতিবাদে নামেন কৃষকরা। ভারতীয় কিসান ইউনিয়ন (‌আসলি)‌-র জেলা সভাপতি রাজপাল সিং যাদব, কৃষক নেতা জয়বীর সিং, ব্রহ্মচারী যাদব, সত্যেন্দ্র যাদব, রাউদাস, বীর সিংকে নোটিস ধরানো হয় সম্ভল প্রশাসনের তরফ থেকে। অবশ্য সেই নোটিশে উল্লিখিত টাকা দিতে নারাজ কৃষক নেতারা।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: