স্বস্তির নিঃশাস ফেলছে মানুষ !আরো কমবে আলুর দাম
আকাশছোঁয়া দামের থেকে মানুষের নাগালে এসে পৌঁছেছে আলুর দাম,পোখরাজ আলু আসায় দাম আরো কমবে

চৈতালি বর্মন : কয়েক মাস আগেই আলুর দাম(Potato price ) হয়ে গেছিলো আকাঁশছোয়া। সাধারণ মানুষের নাগালের বাইরে পৌঁছে গেছিলো আলুর দাম। কয়েক মাস আগে পিয়াজের দাম ক্রমশই বাড়ছিল কিন্তু তার পাশাপাশি সমানতালে পাল্লা দিয়ে বাড়ছিল আলুর দামও। যার ফলে বাজারে গিয়ে আলু কেনাটা সাধ্যের বাইরে চলেগেছিলো।
সরকার ২৫ টাকা কিলো দরে আলু বিক্রি করলেও খোলাবাজারে ৫০ থেকে ৬০ টাকা অবধি দাম উঠেছিল। কিন্তু তার কয়মাস পর হিমঘর খালি করার নির্দেশে ,কিছুটা হলেও দাম কমে আলুর দাম। তার কিছুদিন পর এখন বাজারে প্রতি আলু কেজি ২২থেকে ২৫ টাকা চলছে।
তবে হিমঘরে সংরক্ষিত আলু বের করার সময় ৩০ শে নভেম্বর শেষ হয়েছে এবং বাজারে পোখরাজ আলু আসতে শুরু করেছে । ফলে দাম কমছে। আগামী কয়েক সপ্তাহে আলুর জোগান বেড়ে গেলে দাম আরো কমবে।আজ বাজারে আলুর দাম প্রতি কেজিতে, চন্দমুখী ২৫টাকা ,জ্যোতি ২২থেকে ২৩টাকা।