পর্ষদের কঠোর পদক্ষেপ, বাড়ছে ক্লাসের সময়
এখন আর অর্ধদিবস নয়,সম্পূর্ণ ক্লাস হবে শনিবার

বনিতা রায় : দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ থাকার পর রাজ্যের গত মঙ্গলবার স্কুল খুলেছে। স্কুলের ঘন্টা বাজতে না বাজতেই পর্ষদ কঠোর পদক্ষেপ গ্রহণ করল। মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে আর শনিবার অর্ধদিবস নয়, অন্যান্য দিনের মতো শনিবারও সম্পূর্ণ ক্লাস নিতে হবে শিক্ষকদের। এ বিষয় মধ্যশিক্ষা পর্ষদ প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকদের অবগত করেছেন। এখন একটাই প্রশ্ন দীর্ঘদিন ধরে শনিবার অর্ধদিবস থাকার পর হঠাত্ কেন এই পদক্ষেপ ? দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ থাকার কারণে সিলেবাস যাতে তাড়াতাড়ি শেষ করা যায়, সেজন্যই এই সিদ্ধান্ত এমনটাই জানা গেছে।
মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছে, এখন থেকে শনিবার পূর্ণদিবসের জন্য স্কুল খোলা থাকবে। এই সিদ্ধান্তকে অনেক শিক্ষক যেমন মনে নিয়েছে ঠিক তেমনি কিছু শিক্ষক জানিয়েছেন, এতদিন ধরে স্কুল বন্ধ থাকলেও তারা বাড়িতে বসে নিয়মিত কাজ করেছেন, অনলাইন ক্লাস নিয়েছেন, অ্যাক্টিভিটি টাস্ক-এর কাজ করেছেন, মিড ডে মিলের কাজ করেছেন। আবার বেশ কিছু শিক্ষক জানিয়েছেন যে, তারা দূরে থাকেন। শনিবার অর্ধদিবস ছুটি হয়ে যাবার পর তারা মেস বা ভাড়াবাড়ি থেকে বাড়ি ফিরে যান, আবার সোমবার এসে তারা কাজে যোগদান করেন।এই অবস্থায় সপ্তাহের ছদিনই যদি স্কুল হয় থাকলে ছাত্র-ছাত্রীদের যথেষ্ট অসুবিধার সম্মুখীন হতে হবে।