Education Opinion

NTA UGC NET-এর ফলাফল, জেনে নিন কীভাবে দেখবেন রেজাল্ট

রেজাল্ট দেখতে পাবেন পরীক্ষার্থীরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ntanet.nic.in বা nta.ac.in-এ

UGC NET পরীক্ষার ফলাফল প্রকাশিত হল NTA (The National Testing Agency)। পরীক্ষার্থীরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ntanet.nic.in বা nta.ac.in-এ রেজাল্ট দেখতে পাবেন।

জানতে চান কেমন হল আপনার ফলাফল , কি ভাবে দেখতে পারবেন এই রেজাল্ট :
১) পরিক্ষার্থীরা দুটি তালিকা দেখতে পাবেন।
২)একটি তালিকায় রয়েছে সহকারী শিক্ষকের পদের জন্য যাঁরা উত্তির্ণ হয়েছেন তাঁদের নাম।
৩) অন্যটিতে রয়েছে যাঁরা JRF পদের জন্য আবেদন করতে পারবেন তাঁদের নাম।
৪) মোট ৫৫৭০১ জন পরীক্ষার্থী অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য উত্তির্ণ হয়েছেন।
৫) JRF ফোলোশিপ পদের জন্য আবেদনের যোগ্য তাঁরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদেও আবেদন করতে পারবেন।
৬) তবে যাঁরা কেবল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য উত্তির্ণ হয়েছেন তাঁরা JRF ফোলোশিপ পদে আবেদন করতে পারবেন না।
৭) বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ntanet.nic.in
৮) হোম পেজে ‘NET June 2019 Result’ লেখা অপশনটির ওপর ক্লিক করুন
৯) আপনি আপনার পরীক্ষার বিষয় লিখুন
১০) পিডিএফ ফর্ম্যাটে NTA NET 2019 Result পাবেন।
১১) ডাউনলোড করুন এবং সেভ করে রাখুন।
১২) চাকরি ও শিক্ষা সম্পর্কিত আরও খবর জানতে ক্লিক করুন এখানে
১৩)পরীক্ষার্থীরা তাঁদের নম্বরও দেখতে পাবেন।
১৪) নম্বর দেখতে ‘latest announcements’-এর নিচে দেওয়া রেজাল্টের লিঙ্কের ওপর ক্লিক করু

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: