অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য এলাকা জুড়ে
শনিবার ওড়িশা - দীঘা বর্ডার সংলগ্ন একটি পেট্রোল পাম্পের কাছ থেকে এক ব্যক্তির মৃতদেহ নজরে আসে।

পল্লবী কুন্ডু : রাস্তার ধারে মৃতদেহ পড়ে থাকায় সেই মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে। তবে কে সেই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি তা এখনো জানা সম্ভব হয়নি।গতকাল অর্থাৎ শনিবার ওড়িশা – দীঘা বর্ডার সংলগ্ন একটি পেট্রোল পাম্পের কাছ থেকে এক ব্যক্তির মৃতদেহ নজরে আসে এবং তারপর সেই দেহটিকে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বছর চল্লিশের এই ব্যক্তিকে মদ্যপ অবস্থায় শুক্রবার রাতে দীঘা বর্ডারের কাছেই ঘুরে বেড়াতে দেখা যায়। তার পরনে কালো রঙের ফুল প্যান্ট ও বেগুনী রঙের ফুলহাতা জামা ছিল। মৃত্যুর কারণ জানতে দিঘা থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তের শুরু করেছে। তবে ওই মৃত ব্যক্তির নাম ও পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
তবে সেই উদ্ধারকার্যকে ঘিরেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকা জুড়ে।স্থানীয় সূত্রে আরো জানা যায় শনিবার সকাল নাগাদ এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা, এরপর স্থানীয় তত্পরতায় খবর দেওয়া হয় দীঘা থানার পুলিশকে, খবর পেয়ে দীঘা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায়।