হাওড়াতে কমলো দৈনিক সংক্রমণের হার, তবে বিধি নিষেধের ওপর কড়া নজরদারি অব্যাহত
১৬ জানুয়ারি সংক্রমণের হার কমে হয়েছে ২০ শতাংশ

তিয়াসা মিত্র : হাওড়াতে কমে গেলো দৈনিক সংক্রমণের সংখ্যা। মাত্র পাঁচদিনে ১১০০ জন কমে গেলো সংক্রমিতের সংখ্যা। গত ১১ জানুয়ারী যেখানে দৈনিক সংক্রমণ ছিল ১৮১৫ জন সেটাই গতকাল গিয়ে কমে দাঁড়ালো ৬৮৪ জোনে। এর সাথে কমেছে সংক্রমিতের হার। জেলা স্বাস্থ্য দফতর সূত্রের খবর, এক সপ্তাহ আগেও সংক্রমণের হার ছিল ৩০ শতাংশ। ১৬ জানুয়ারি তা হয়েছে ২০ শতাংশ। সংক্রমণ কমলেও জেলা স্বাস্থ্য দফতরের বক্তব্য, বিধি মানার ক্ষেত্রে কোনও শিথিলতা দেখানো যাবে না।
মুখ্য সাস্থ সচিব বলেন-” আমাদের লক্ষ্য দৈনন্দিন সংক্রমন শুন্য করা এবং আরো দেখা যে তা যেন আবার না বেড়ে যায়। তাই করোনা প্রোটোকল গুলি মেনে চলাটাই এক মাত্র লক্ষ্য ” জেলায় গত পাঁচদিন ধরেই দৈনিক সংক্রমণ কমছে। তবে, মৃত্যুর হার আবার এই সময়কালের মধ্যে কিছুটা বেশি। জেলা স্বাস্থ্য দফতরের দাবি, গত বছর এই সময়ে দ্বিতীয় ঢেউয়ে যে সব মৃত্যুর ঘটনা ঘটেছিল, তার সঙ্গে এ বারে ফারাক আছে। গতবারে সরাসরি করোনার কারণে অনেকের মৃত্যু হয়েছিল। এ বারে তা হয়নি। তবে জীবিকা ক্ষতিগ্রস্থ হচ্ছে।