ধনতেরাসের দিন সাধ্যের মধ্যে সোনা-রুপোর দাম, জেনে নিন কোথায় কত দাম
দাম সস্তা হতেই ক্রেতা, বিক্রেতা সকলেরই মুখে হাসি ফুটেছে

মধুরিমা সেনগুপ্ত : কিছুদিন আগেই এক ধাক্কায় অনেকটাই বেড়েছিল সোনা-রুপোর দাম। সোনার দোকানের মালিকেরা পড়েছিলেন চিন্তার মুখে।কিন্তু সেই চিন্তার অবসান ঘটিয়ে আবারো কমল সোনা রুপোর দাম। ধনতেরাসের দিন সোনা বা রুপোর জিনিসের বিক্রির পরম্পরা রয়েছে অনেক জায়গায়। এছাড়াও সামনেই রয়েছে বিয়ের সিজন। সুতরাং এই সময়েই সোনা রুপোর ক্রয়-বিক্রয় করার মোক্ষম সময়। সেখানে দাঁড়িয়ে দাম বৃদ্ধি পাওয়ায় কপালে ভাঁজ পড়েছিল অনেকেরই। কিন্তু দাম সস্তা হতেই ক্রেতা, বিক্রেতা সকলেরই মুখে হাসি ফুটেছে।
ডিসেম্বরের ৩ এর ডেলিভারিতে সোনার দাম ১০ গ্রামে হয়েছে ৪৭,৮২০ টাকা। গতকাল সেই ১০ গ্রামের দাম ছিল ৪৭,৯০৩ টাকা। ধনতেরাসের দিন কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম ১ গ্রামে ৪৮৩৫ টাকা ধার্য হয়েছে যেটি ১০ গ্রামে ৪৮৩৫০ টাকা হয়েছে। পাশাপাশি ২২ ক্যারেটে ১ গ্রামে সোনার দাম ধার্য হয়েছে ৪৫৯০ টাকা, যেটি ১০ গ্রামে ৪৫৯০০ টাকা। হলমার্কের সোনার দাম ২২ ক্যারেটে ১ গ্রামে ৪৬৬০ টাকা। অন্যদিকে ১ কেজিতে রুপোর দাম ডিসেম্বর ৩ তারিখের ডেলিভারিতে ৬৪,৬৬০ টাকা ধার্য হয়েছে। ধনতেরাসের দিন ১ কেজিতে রুপোর দাম ৬৪,৭৯১ টাকা হয়েছে।