আবারও রাজ্যে আক্রান্তের সংখ্যা ৭০০ পার করল, একদিনে মৃত ১০
রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ১১ হাজার ১৮০ জন

বনিতা রায় : বাংলায় গতদিন সংক্রমনে হার কিছুটা কমেছিল যার ফলে কিছুটা স্বস্তিতে ছিল দেশবাসী। রাজ্যে ফের দৈনিক আক্রান্তের সংখ্যা ৬১৫তে এসে দাঁড়িয়েছিল যা গত ২৪ ঘন্টায় ফের ঊর্ধ্বমুখী। মঙ্গলবারের রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, করোনায় আক্রান্ত ফের ৭০০ পার করেছে, যার মধ্যে কলকাতার ২১১ জন, উত্তর ২৪ পরগনার ১৩৪ জন, দক্ষিণ ২৪ পরগনার ৭১ জন, হুগলিতে ৫৭ জন, হাওড়ায় ৫০ জন এর সংক্রামণের সন্ধান পাওয়া গেছে। মৃত্যুর সংখ্যা আগের চেয়ে কিছুটা কমেছে পাশাপাশি দৈনিক টিকাকরণও বেড়েছে।
স্বাস্থ্য দফতরের হিসাব অনুযায়ী, একদিনে ১০ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত মোট ১৯ হাজার ৪০৭ জনের কোভিডে মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার সংখ্যা আগের দিনের থেকে অনেকটাই বেড়েছে। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৩৬ হাজার ১৪ জনের। এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ১১ হাজার ১৮০ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, দৈনিক টিকাকরণও বেড়়ে হয়েছে ৬ লক্ষ ৬৯ হাজার ২৭০।