Big Story
মহানগরীতে আরো এক হাজার ব্যাটারীচালিত ই-বাস, ডিসেলকে উপেক্ষা নবান্নের
ফিরহাদ হাকিম বাস-মালিকদের সাথে বৈঠক করবেন খুব শিগ্রই

সায়ন দেবসিংহ: সারা দেশে পেট্রল-ডিসেলের লাগামহীন মূল্যবৃদ্ধি আতঙ্ক বাড়িয়েছে দেশবাসীর। নিজের গাড়ি নিয়ে বেরোতে মানুষ ভয় পাচ্ছেন। অন্যদিকে পাবলিক- ট্রান্সপোর্টেও ভাড়া বেড়েছে হনহনিয়ে। তাই সাধারণ মানুষের কথা ভেবেই কলকাতার রাজপথে নামতে চলেছে আরো এক হাজার ব্যাটারীচালিত ই-বাস। এমনি উদ্যোগ নিল নবান্ন।
সরকারি সূত্রে খবর, খুব তারাতারি বাসমালিকদের ই-বাসের প্রস্তাব দেবে নবান্ন। রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম বাসমালিকদের সাথে বৈঠক করবেন খুব শিগ্রই। তিনি ডিজেলের দাম বেড়ে যাওয়ায় সিএনজি ব্যবহার করে বাস চালানোর প্রস্তাব দিতে পারেন মালিকদের। ইঞ্জিন পাল্টাতে অর্থসহায়তা করবে রাজ্য। এর ফলে দূষণও কমবে।