আজকের রাশিফল ১১ পৌষ ২৭ ডিসেম্বর
লেখক শ্রী রাজর্ষি (স্বর্ণপদকপ্রাপ্ত জ্যোতিষী ও রত্ন বিশারদ)

মেষ- ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। নিজের আশপাশের ব্যক্তিদের ব্যবহারে ক্ষুব্ধ থাকবেন। রোম্যান্সের জন্য সময় ভালো নয়।
বৃষ- দিন ভালো কাটবে। পরিবারে কোনও আত্মীয়ের আগমনের ফলে পরিবারে আনন্দের পরিবেশ থাকবে। আত্মীয়ের সঙ্গে ঘুরতে যেতে পারেন। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। উন্নতির নতুন সুযোগ খুঁজে পাবেন।
মিথুন- চাকরিতে নিজের সহকর্মীদের সঙ্গে নিজের শঙ্কা দূর করার চেষ্টা করবেন। আপনার সমালোচকরাও আপনার কাজের প্রশংসা করবেন। মনে আনন্দ থাকবে। রাগ নিয়ন্ত্রণে রাখুন।
কর্কট- লম্বা যাত্রা এড়িয়ে চলুন। ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। প্রয়োজনীয় জিনিসই ক্রয় করুন। বাড়ির পরিবেশে পরিবর্তন আনার পরিবর্তে, সকলের পরামর্শ জানার চেষ্টা করুন।
সিংহ- দিন অনুকূল। আকস্মিক ধন লাভ হবে। সময়ের মধ্যে কোনও প্রকল্প পূর্ণ করতে পারবেন। পরিবারে আনন্দ থাকবে। কর্মক্ষেত্রে সাফল্য লাভ করবেন। ইতিবাচক মনোভবের জোরে সমস্ত কিছু লাভ করতে পারবেন। মনোস্কামনা পূর্ণ করবেন।
কন্যা- দিন অনুকূল থাকবে। আকস্মিক অর্থ লাভ হতে পারে। সময়ের মধ্যে প্রকল্প পূরণ হবে। চাকরিজীবীরা সাফল্য অর্জন করবেন।
তুলা- এই রাশির জাতকদের জন্য আনন্দ পূর্ণ দিন। ব্যবসার বিষয় সাফল্য লাভ করতে পারেন। পড়ুয়ারা সাফল্য লাভ করবেন। অর্থ লাভ সহজ হবে। সমাজের ভালোর জন্য কাজ করার ফলে লাভ হবে।
বৃশ্চিক- চেপে থাকা সমস্যা পূনরায় দেখা দেবে। এর ফলে মানসিক অবসাদ দেখা দিতে পারে। নতুন উৎস থেকে আকস্মিকই অর্থ লাভ করবেন। এর ফলে দিন আনন্দে থাকবেন। জীবনসঙ্গীর সঙ্গে মিলে বাড়ির আটকে থাকা কাজ পুরো করার ব্যবস্থা করবেন।
ধনু- দিন ভালো কাটবে। অফিসের কাজ পূরণে সক্ষম থাকবেন। এই রাশির ছাত্রদের জন্য দিন ভালো। কোনও বড় কোম্পানিতে ইন্টার্নশিপের সুযোগ পাবেন। কেরিয়ারে নতুন সাফল্য লাভ করবেন।
মকর- আপনার ভালো ব্যবহার ও কাজের কারণে উচ্চ আধিকারিকদের প্রসন্ন থাকবেন। স্বাস্থোন্নতি হবে। কোনও নতুন ব্যবসা শুরু করার বিষয় চিন্তাভাবনা করতে পারেন। প্রেমিক বা প্রেমিকাকে কোনও উপহার দিতে পারেন। আর্থিক পরিস্থিতি উন্নত হবে।
কুম্ভ- তীর্থস্থানের যাত্রা করতে পারেন। বন্ধুদের সহযোগিতায় আর্থিক সমস্যা দূর হবে। আপনার সমস্যা আপনার কাছে বড় হলেও আশপাশের ব্যক্তিরা আপনার কষ্ট বুঝতে পারবেন না।
মীন- কোনও বন্ধুর সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। পরিবারের সঙ্গে ভালো সময় কাটানোর ফলে পারস্পরিক বোঝা পড়া বাড়বে। অফিসের কোনও সহকর্মীর সঙ্গে আপনার বন্ধুত্ব হতে পারে। শিল্পকলার সঙ্গে জড়িত ব্যক্তিদের জন্য দিন ভালো।