Tech

নতুন বছরে একের পর এক ঝাঁ চকচকে চমক, OPPOর ঘর থেকে নতুন উপহার

OPPO Reno 5 Pro 5G আগামী ১৮ জানুয়ারি,২০২১ ভারতে লঞ্চ হবে

পৃথা কাঞ্জিলাল : নতুন বছরে কড়া নাড়ছে একরাশ নতুন জিনিস, টেক প্রেমীদের জন্য অন্যতম উত্তেজনা পূর্ণ বছর ২০২১। আবারো এক নতুন ফোন OPPOর ঘর থেকে। OPPO Reno 5 Pro 5G আগামী ১৮ জানুয়ারি দুপুর ১২:৩০ নাগাদ ভারতে লঞ্চ হবে। অপ্পো ইন্ডিয়ার অফিসিয়ালি ওয়েবসাইটে এই ফোনের জন্য ডেডিকেটেড পেজ তৈরী করা হয়েছে। সেখানে অপ্পো রেনো ৫ প্রো ৫জি এর মুখ্য ফিচার, যেমন ৬৫ ওয়াট ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট, লাইভ এইচডিআর, ডাইমেনসিটি ১০০০ প্লাস প্রসেসর প্রভৃতি উল্লেখ করা হয়েছে। গতকালই কোম্পানি এই ফোনের টিজার (Teaser) পোস্ট করেছিল। যার পরেই নিশ্চিত হয়ে গিয়েছিল OPPO Reno 5 Pro 5G শীঘ্রই ভারতে লঞ্চ হবে।

ফ্লিপকার্টের ডেডিকেটেড পেজ থেকেও একই তথ্য পাওয়া গেছে। লঞ্চ সম্পর্কে যাবতীয় তথ্য পাওয়ার জন্য ওয়েবসাইটে থাকা ‘Notify Me Button’এ ক্লিক করতে পারেন। এক্ষেত্রে জেনে রাখা ভালো OPPO Reno 5 5G এর সাথে Reno 5 Pro 5G কে গতমাসে চীনে লঞ্চ করা হয়েছিল। আশা করা যায়, এই একই স্পেসিফিকেশন সহ ফোনটি ভারতে আসবে। চীনে ফোনটির ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ছিল ৩৩৯৯ ইউয়ান (প্রায় ৩৮,২৮০ টাকা) এবং ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের দাম ছিল ৩,৭৯৯ ইউয়ান (প্রায় ৪২,৭৮০ টাকা)। মনে হচ্ছে ভারতে ফোনটির দাম ৪০,০০০ টাকার কাছাকাছি হবে।

অপ্পো রেনো ৫ প্রো ৫জি ফোনটি ৬.৫৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস (২৪০০x১০৮০ পিক্সেল) OLED ডিসপ্লে সহ লঞ্চ হয়েছে। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ১০০০ প্লাস প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে থাকবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটিতে ৪,৩৫০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এরসাথে ৬৫ ওয়াট ফ্ল্যাশ চার্জিং (SuperVOOC 2.0) সাপোর্ট করে। ক্যামেরা প্রেমীদের জন্য থাকবে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর যুক্ত কোয়াড রিয়ার ক্যামেরা এছাড়াও অন্য তিনটি ক্যামেরা হল ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড-এঙ্গেল ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, এবং ২ মেগাপিক্সেলের পোট্রেট ক্যামেরা। আবার সেলফির জন্য এই ফোনে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপলব্ধ।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button

Discover more from Opinion Times - Bengali News

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading