Big Storynarendra modiNation

“ভারতের সংবিধান লংঘিত হচ্ছে ” প্রধান মন্ত্রীর কটাক্ষের মুখে কংগ্রেস

"আমাদের কর্তব্য সেই সংবিধান মেনে চলা ও দেশকে সঠিক পথ দেখানো"- নরেন্দ্র মোদী

তিয়াসা মিত্র : ২০১৫ সালের ঘোষণার পর থেকেই প্রতি বছর ২৬ শে নভেম্বর দিনটি পালিত হয়ে ভারতীয় সাংবিধানিক দিবস হিসাবে। সেই নিয়ম মেনেই আজ পালিত হলো দিনটি সংসদের সেন্ট্রাল হলে , সভাতে ছিলেন প্রধান মন্ত্রী সহ মন্ত্রী সভার সদস্যরা এছাড়া রাষ্ট্রপতি রামনাথ কবিন্দ ,উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইড়ু এবং লোক সভার অধ্যক্ষ ওম বিড়লা।

যোগ না দেওয়ার সিদ্ধান্ত জানায় কংগ্রেস, তৃণমূল,বাম -এরা এবং বাকি বিরোধী দলের। এই সভাতে নরেন্দ্র মোদী জানান কি ভাবে সংবিধান গঠিত হলো এবং কি দরকার সংবিধানের। এর সাথে তিনি নাম নেন প্রণেতা বাবা সাহেব আম্বেদকরের নাম। সেই সঙ্গে তিনি কংগ্রেসের নাম না করেই উল্লেখ করেন ভারতীয় রাজনীতির পরিবারতন্ত্র কী ভাবে সংবিধানকে বারবার লঙ্ঘন করেছে। প্রধান মন্ত্রী বক্তব্যে বলেন , “আমাদের জানতে হবে ভারতের সংবিধান কেন রচিত হয়েছিল। আমাদের সংবিধান বারতের সহস্র বছরের ইতিহাসের আধুনিক সংস্করণ। সংবিধান হল সকল ঐতিহ্যের নতুন রূপ। দেশের ও দেশবাসীর উন্নতির জন্যই বাবা সাহেব আম্বেদকর সংবিধান রচনা করেছিলেন বিশেষজ্ঞদের পরামর্শ, নিয়ে। জনপ্রতিনিধি হিসাবে আমাদের কর্তব্য সেই সংবিধান মেনে চলা ও দেশকে সঠিক পথ দেখানো।’

এর পরেই তিনি সরাসরি নাম না করে “গান্ধী ” পরিবারের নামে বলা শুরু করেন এবং অতি কটাক্ষের শুরে তিনি বক্তব্য পেশ করেন , ” স্বাধীনতার পর থেকেই দেশে পরিবারতন্ত্র রাজনীতি চলছে। দলটি এখন ফর দ্য ফ্যামিলি, বাই দ্য ফ্যামিলি. এরপরের টুকু কি আমাকে বলে দিতে হবে?’ সেই সঙ্গে তিনি বলেন, ‘যখন কোনও দলে এমনটা চলতে তাকে, তখন সংবিদানের উপর বড় আঘাত আসে। যুগযুগ ধরে একটি পরিবারের হাতে দায়িত্ব থাকলে ভ্রষ্টাচার, দুর্নীতি বাড়তে বাধ্য। জাপানে আগে এমনটাই চলত। কিন্তু জনগণ সচেতন হওয়ায় দেশটিতে অবস্থা বদলেছে। ভারতেও এই অবস্থা ক্রমশ পরিবর্তন হচ্ছে।’

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: