
দেবশ্রী কয়াল : একের পর এক দুর্ঘটনা লেগেই রয়েছে, এই করোনা আবহে। পাকিস্তানের পঞ্জাব প্রদেশের এটক জেলায় রুটিন মহড়ার সময় ভেঙে পড়ল পাকিস্তান বায়ুসেনার একটি বিমান। আজ মঙ্গলবার সকালে এটক জেলার পিন্ডিঘেব এলাকায় ভেঙে পড়ে পাক বায়ুসেনার একটি বিমান। তবে সৌভাগ্যবশত এই বিমান দুর্ঘটনায় প্রাণহানির কোনও খবর নেই। মাটিতে আছড়ে পড়ার আগেই সুরক্ষিতভাবে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন পাইলট।
পাক বায়ুসেনার মুখপাত্র জানিয়েছেন, মঙ্গলবার সকালে এটক জেলার পিন্ডিঘেব এলাকায় ভেঙে পড়ে পাকিস্তান বায়ুসেনার একটি বিমান। তবে দুর্ঘটনার আগেই পাইলট, বিমান থেকে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। মাটিতে আছড়ে পড়ার পরই বিমানটিতে আগুন ধরে যায়। কিন্তু ঠিক কী কারণে বিমানটি ভেঙে পড়ল তা জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত আসছে…