দীর্ঘদিন বাদে আজ থেকে ফের খুলছে স্কুল-কলেজ
স্কুল খোলার সিদ্ধান্তে খুশি অভিভাবক ও পড়ুয়ারা

বনিতা রায় : রাজ্যে ফের কুড়ি মাস পর খুলছে স্কুল-কলেজ। আবারো সেই বন্ধুদের সামনাসামনি দেখা আবার সেই মজা ফিরছে স্কুল-কলেজ গুলিতে। করোনাবিধি সব মেনেই রাজ্যে সরকারি স্কুলের পাশাপাশি খুলছে বেসরকারি স্কুল গুলি। স্কুল আর পাশাপাশি খুলছে কলেজগুলিও। আপাতত নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু করা হয়েছে। কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে দশম ও দ্বাদশ শ্রেণীর পরিক্ষা। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গেছে, নবম ও একাদশ শ্রেণির ক্লাস শুরু হয়ে গিয়েছে সকাল ১০ টা থেকে। বেলা ১১টা থেকে শুরু হয়েছে দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাস।
করোনার তৃতীয় ঢেউ এরমধ্যে স্কুল খুললেও সমস্ত বিধি মেনেই ক্লাস শুরু করা হবে। অভিভাবক সূত্রে জানা গেছে, ‘স্কুলে ঢোকার আগে পড়ুয়াদের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে পাশাপাশি স্যানিটাইজার ও করা হচ্ছে। ক্লাস শুরুর আধঘণ্টা আগে পড়ুয়াদের স্কুলে উপস্থিত হতে হবে।এতে পড়ুয়ারা অনেকটাই খুশি।’ প্রতিটি স্কুল গুলির বসার জায়গা গুলি চিহ্নিত করে রাখা হয়েছে। করোনাবিধি মেনে প্রার্থনা করানো হবে। পড়াশোনার পাশাপাশি তাদের স্বাস্থ্যের দিকে সব সময় নজর দেওয়া হবে এমনটাই জানা গেছে। অফলাইনের পাশাপাশি অনলাইন ক্লাস গুলিও চলবে।