ভোটের আগে গরম হাওয়া রাজ্যজুড়ে, বাম কংগ্রেসের ঐক্যে আশাতিরিক্ত সাড়া, সমর্থন যাচ্ছে কৃষকদের সাথে
দেশজুড়ে বনধ পালন, বাংলার পরিষেবা ব্যাহত, সরগরম পরিবেশ

পৃথা কাঞ্জিলাল : তিন ‘বিতর্কিত’ কৃষি আইনের (Agriculture Bill) প্রতিবাদে আজ কৃষকদের ডাকে ভারত বনধ। কৃষকদের (Farmers) ডাকা এই বনধকে (Bharat Bandh) সমর্থন জানিয়েছে একাধিক রাজনৈতিক দল এবং বনধের প্রভাব পড়েছে বাংলায়। হাওড়ায় পূর্ব রেল শাখায় সকাল ৮টা ৪০ মিনিট নাগাদ রিষড়ায় ট্রেন অবরোধ হয়। ডায়মন্ড হারবার শাখায় বারুইপুর ও সংগ্রামপুরের মাঝে কলাপাতা ছোড়েন বনধ সমর্থকরা। যাদবপুরেও প্রভাব পরে এবং বিঘ্নিত হয় পরিষেবা। বনগাঁ শাখায় হাবরাতেও ব্য়াহত হয় ট্রেন পরিষেবা। অবরোধের জেরে হাওড়া ও শিয়ালদা ডিভিশনে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। কলকাতা ও সংলগ্ন এলাকাতেও সকাল থেকে বনধের প্রভাব পড়েছে। মধ্যমগ্রামেও চলছে রেল অবরোধ। বনধের সমর্থনে সকাল থেকেই রাস্তায় লালের সমাহার। আলিপুরদুয়ারে সকাল থেকেই বন্ধ রয়েছে দোকানপাট। বেসরকারি বাস সম্পূর্ণভাবে।
যদিও বনধ উপলক্ষে কোনও দোকান জোর করে বন্ধ করা যাবে না, সোমবার একথা স্পষ্ট করে দিয়েছেন কৃষকরা। কৃষক নেতা বলবীর সিং রাজেওয়াল বলেন, ‘‘মঙ্গলবার দুপুর ৩টে পর্যন্ত সম্পূর্ণ ভারত বনধ পালিত হবে। কিন্তু জরুরি পরিষেবায় ছাড় দেওয়া হবে’’। দিল্লি পুলিশের (Delhi Police) তরফে জানানো হয়েছে, বনধ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জোর করে দোকান বন্ধ বা সাধারণের গতিবিধি বিঘ্নিত করার চেষ্টা করলে কঠোর পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে।
কৃষকদের আন্দোলনের পাশে দাঁড়িয়েছে একাধিক রাজনৈতিক দল। তবে, কৃষকরা শর্ত দিয়েছেন নিজেদের ব্য়ানার ছেড়ে বনধে শামিল হতে হবে রাজনৈতিক দলগুলোকে। এই বনধকে সমর্থন জানিয়েছে ১৫টি দল। ভারত বনধকে সমর্থন জানিয়েছে কংগ্রেস, এনসিপি, ডিএমকে, আপ, আরজেডি, সপা, বসপা, উপত্যকার গুপকর দল, বামেরা। এই আন্দোলন কে সমর্থন জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও (Mamata Bandopadhay), গতকালের সভাতেই তা জানান তিনি। তবে, যেহেতু মমতা সরকারের নীতি বনধ বিরোধী। তাই তারা কৃষকদের আন্দোলনকে সমর্থন জানাবে। মঙ্গলবার ব্লকে ব্লকে ধর্না কর্মসূচির ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী। এদিকে দিল্লি, হরিয়ানায় মোতায়েন হয়েছে পুলিশ। গাড়িচালকদের আগে থেকেই সতর্ক করেছে ট্রাফিক পুলিশ রাস্তা বনধের সম্পর্কে। সমস্ত ট্রাক ইউনিয়নগুলো এদিনের বনধে সমর্থন করেছে। তবে জানিয়েছে, দুধ, সবজি, খাবার সরবরাহে কোনও বিঘ্ন হবে না।