Big Story
তপন কান্দু হত্যা মামলা সিবিআই-এর হাতে তুলে দিলো কলকাতা হাই কোর্ট
আদালত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে ৪৫ দিনের মধ্যে তদন্তের শেষ করার নির্দেশ দিয়েছে

তিয়াসা মিত্র : ঝালদায় তপন কান্দু হত্যা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। তপনের স্ত্রী পূর্ণিমা কান্দু সিবিআই তদন্তের আবেদন ভিত্তিতে এই নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি রাজাশেখর মান্থার একক বেঞ্চের নির্দেশ দিয়ে বলে, অভিযোগকারী এবং মানুষের মনে আস্থা ফেরানোর জন্য তদন্ত করবে সিবিআই। আদালত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে ৪৫ দিনের মধ্যে তদন্তের শেষ করার নির্দেশ দিয়েছে।
আইসির বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন। তবে খুনের তদন্তে তদন্তে পুলিশ চেষ্টা করলেও অনেক খামতি রয়েছে বলে মনে করছে আদালত। এর আগে এই খুনের ঘটনার তদন্ত করছিল সিট। সিবিআই তদন্তের নির্দেশ শোনার পরই কান্নায় ভেঙে পড়েন তপন কান্দুর স্ত্রী। তিনি বলেন, ‘‘রাজনৈতিক খুন সেই জন্য রাজনৈতিক নেতা বাড়িতে আসেনি। ’’