ফের দাম বৃদ্ধি পেট্রোল-ডিজেল এবং বাণিজ্যিক রান্নার গ্যাসের
নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের নাভির শ্বাস উঠেছে

বনিতা রায় : প্রতিনিয়ত যে হারে বাড়ছে জ্বালানির দাম তাতে সাধারণ মানুষের নাভির শ্বাস উঠে যাচ্ছে। যার প্রভাব পড়ছে প্রয়োজনীয় জিনিসপত্রের দামের ওপর এবং পাশাপাশি বাড়ছে যাতায়াতের খরচও। আজ কলকাতায় ফের পেট্রোলের দাম লিটার পিছু ১১০.১৫ টাকায় দাঁড়িয়েছে। ডিজেলর দামও ৩৭ পয়সা বেড়ে হয়েছে ১০১.৫৬ টাকা। পাশাপাশি এক ধাক্কায় ২৬৬ টাকা দাম বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক রান্নার গ্যাসের প্রতি সিলিন্ডারের দাম এখন দিতে হবে ২ হাজার ৫০ টাকা। আগে দাম ছিল ১ হাজার ৭৩৪ টাকা। কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম হল ২ হাজার ৭৩ টাকা ৫০ পয়সা এসে দাঁড়িয়েছে।
বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রভাব পড়ছে হোটেল, রেস্তরাঁতে গুলিতেও। পাশাপাশি পেট্রোল-ডিজেলের দাম বেড়ে যাওয়ার ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের ক্রমশ ঊর্ধ্বমুখী। কন্ট্রোলার জেনারেল অব অ্যাকাউন্টসের (সিজিএ) হিসাব বলছে, চলতি বছরের প্রথম ছ’মাসে উত্পাদন শুল্ক খাতে সরকারের আদায় ৩৩% বেড়েছে। যা গত বছরের এই সময়ের তুলনায় ১.৭১ লক্ষ কোটি টাকারও বেশি। করোনা পরিস্থিতির আগে ২০১৯-২০ সালের ৯৫ হাজার ৯৩০ কোটির থেকে সেই আদায় বেশি ৭৯%। সমস্ত কিছুতে এখন আগুন ধরবে এমনটাই আশঙ্কা।