আপাতত সমতলেই অবস্থান করছে পেট্রোল ডিজেলের মূল্যের হার
বুধবার পেট্রোল ও ডিজেলের দাম, কলকাতাতে পেট্রোল ৮২.৫৯ টাকা, ডিজেল ৭৪.৮০ টাকা।

পল্লবী কুন্ডু : চলতি সময়ে পেট্রোলের দামে চড়াই-উতরাই লেগেই ছিল। আনলক পর্যায়ের প্রথম দিকে গাড়ি চালকেরা রাস্তায় গাড়ি বের করতেন না জ্বালানির এরূপ দাম বৃদ্ধির কারণে। একদিকে যাত্রী সংখ্যা কম অন্যদিকে জ্বালানির পর্বত সমান মূল্য। তবে এবার কিছুটা স্বস্তি দিয়ে পূর্বের দাম-ই বহাল রইলো পেট্রল, ডিজেলে। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক বিগত কিছুদিনের মূল্যের হারের পরিসংখ্যান –
গত রবিবার পেট্রোল ও ডিজেলের দাম ছিল, দিল্লিতে পেট্রোল ৮১.১৪ টাকা, ডিজেল ৭১.৫৮টাকা, মুম্বইতে পেট্রোল ৮৭.৮২ টাকা, ডিজেল ৭৮.০২ টাকা, কলকাতাতে পেট্রোল ৮২.৬৫ টাকা, ডিজেল ৭৫.০৮ টাকা, চেন্নাইতে পেট্রোল ৮৪.২১ টাকা, ডিজেল ৭৬.৯৯ টাকা।এরপর গত মঙ্গলবার পেট্রোল ও ডিজেলের দাম ছিল দিল্লিতে পেট্রোল ৮১.০৬ টাকা, ডিজেল ৭১.২৮ টাকা, মুম্বইতে পেট্রোল ৮৭.৭৪ টাকা, ডিজেল ৭৭.৭৩ টাকা, কলকাতাতে পেট্রোল ৮২.৫৯ টাকা, ডিজেল ৭৪.৮০ টাকা, চেন্নাইতে পেট্রোল ৮৪.২১ টাকা, ডিজেল ৭৬.৭৮ টাকা।
এবার আসা যাক আজকের মূল্যে। আজ অর্থাৎ বুধবার পেট্রোল ও ডিজেলের দাম দিল্লিতে পেট্রোল ৮১.০৬ টাকা, ডিজেল ৭১.২৮ টাকা, মুম্বইতে পেট্রোল ৮৭.৭৪ টাকা, ডিজেল ৭৭.৭৩ টাকা, কলকাতাতে পেট্রোল ৮২.৫৯ টাকা, ডিজেল ৭৪.৮০ টাকা। চেন্নাইতে পেট্রোল ৮৪.২১ টাকা, ডিজেল ৭৬.৭৮ টাকা।অতএব, দামের এরূপ পরিসংখ্যান খুব স্পষ্ট ভাবেই বলে দিচ্ছে বিগত কিছু দিনে পেট্রোল এবং ডিজেলের মূল্যের হার আপাতত সমতলেই অবস্থান করছে।