Economy Finance

পেট্রল-ডিজেলের দাম নিম্নমুখী অথচ অটোভাড়া বৃদ্ধি

ক্ষোভে ফুঁসছে আমজনতা, ক্রমাগত মূল্যবৃদ্ধিতে জেরবার মধ্যবিত্তের জীবন

মধুরিমা সেনগুপ্ত: বিগত একমাসে পেট্রল ও ডিজেলের দাম একনাগাড়ে ২৫ বার বৃদ্ধি পেয়েছে। কিন্তু এদিন সেই দাম খানিকটা কমল। পেট্রল-ডিজেলের দামবৃদ্ধির ফলে বাস থেকে শুরু করে ওলা-উবের সবকিছুরই ভাড়া বৃদ্ধি হচ্ছিলো। আর এইবার গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে ভাড়া বাড়লো অটোর। কিছু কিছু জায়গায় অটো ভাড়া ৮ টাকা থেকে বেড়ে ১০ টাকা হয়ে গেছে, আবার কোনো জায়গায় ১২ টাকা থেকে বেড়ে ১৫ টাকা হয়ে গেছে। ফলে কার্যত ক্ষোভে ফেটে পড়ছে আমজনতা। নিত্যযাত্রী সায়ন কর্মকারের কথায়, “যে যা পারছে ভাড়া নিচ্ছে। কদিন আগেই বাসভাড়া বৃদ্ধি নিয়ে গন্ডগোল হলো আর এখন অটোভাড়া বাড়লো। আমরাও তো সাধারণ মানুষ! সবাই যদি এরকম ভাবে দাম বাড়ায় আমরা কোথায় যাবো! ব্যয় বাড়লেও আয় তো বাড়ছে না”।

অন্যদিকে অটোচালকদেরও একই সমস্যা। অটোচালক রাজু সরকারের কথায়,”নিত্যপ্রয়োজনীয় সবকিছুরই দাম বেড়েই চলেছে। লিটার প্রতি গ্যাসের দাম ৭-৮ টাকা বেড়েছে। আমরা দিন আনি দিন খাই। আমরা যদি ভাড়া না বাড়াই তাহলে তো না খেতে পেয়ে মারা যাব।” একই রকম ক্ষোভের সুর অন্যান্য অটোচালকদের গলাতেও। সুতরাং মূল্যবৃদ্ধি নিয়ে সবাই জেরবার, সাথে রয়েছে যানবাহনের ভাড়াবৃদ্ধি। সাধারণ মধ্যবিত্ত মানুষের যে নিস্তার কোথায় তা সময়ই বলবে।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: